২০১৯ইং এর জুন মাস থেকে ইংল্যান্ড এ বিশ্বকাপ আসর শুরু হবে। আর এই ইংল্যান্ডে যেকোনো সিরিজ বা টুর্নামেন্টে পেসাররা গুরুত্বপূর্ণ অবদান রাখে সবসময়। সেই স্থানে বাংলাদেশ দলের পেসাররা কতটুকু ভূমিকা রাখতে পারবে?
বিশ্বকাপের পূর্বে বাংলাদেশ দল ত্রিদেশীয় সিরিজ খেলতে ইতিমধ্যে আয়ারল্যান্ডে চলে গিয়েছে। সেখানে আগামী ৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের পূর্বে এই সিরিজে বাংলাদেশ দল তাদের ভুল গুলো সংসুদন করবে। যাতে বিশ্বকাপে তাদের কোন ধরনের কমতি না হয়।
২০১৯ বিশ্বকাপ আসরে বাংলাদেশ দলের অধিনায়ক সহ আরও চার পেসার আসেন। তারা হলেন মোস্তাফিজ, রুবেল, সাইফউদ্দীন ও আবু জায়েদ। তারা সবাই বর্তমানে ফর্মে রয়েছেন। তবে বাংলাদেশ দল বিশ্বকাপে শেষ চারে উটতে হলে বোলিং এ চার পেসারদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। কেননা ইংল্যান্ড এর কন্ডিশনে পেসাররা ভালো করতে পাড়লে, তা যেকোনো দলের জন্য ভালো কিছু বয়ে আনবে। তাই মাশরাফি আস্থা রাখছেন পেসারদের ওপর।
আয়ারল্যান্ডে রওনা দেওয়ার পূর্বে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বলেন- আমরা আশা রাখি, আমাদের দলে যারা পেসার আছে তারা এবারের বিশ্বকাপ আসরে ভালো অবদান রাখবে বাংলাদেশ দলের হয়ে। মাশরাফি বলেন- কেননা ২০১৫ বিশ্বকাপ শেষবার খেলেছিলাম অস্ট্রেলিয়ায়। সেখানকার কন্ডিশন আর এখনকার কন্ডিশন একই থাকবে এবারের বিশ্বকাপে। অস্ট্রেলিয়া আমাদের পেসাররা ভালো করেছিল তখন। তবে এখন আমাদের ইংল্যান্ডে ভালো করার ক্ষমতা আছে। আমি নিশ্চিত যে, এ বিশ্বকাপে পেস বোলাররা যদি ভালো করে তাহলে ভালো করার সুযোগ বেশি থাকবে যেকোনো দলের। আমরা যারা পেস বোলার আছি, যদি শুরুটা ভালো করি, আর ভালো বোলিং করি, তাহলে আমাদের জয়ের সুযোগ বেশি থাকবে। এটা সত্য যে, চ্যাম্পিয়নস ট্রফিতে বোলাররা ভালো করিনি বলে আমরা সেখানে তেমন ভালো করতে পারিনি। অবশ্যই আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম। তবে যে চার ম্যাচ খেলেছিলাম, ইংল্যান্ড পেস বোলিংয়ে ভালো করিনি । ওটা আমাদের মাথায় আছে। নির্দিষ্ট একজন নয়, পুরো পেস আক্রমণকেই ভালো করতে হবে সেখানে।এই কঠিন কাজটা যদি করতে পারেন দলের পেসাররা, সেটাই বড় স্বস্তির কাজ হবে- মাশরাফির বলেন।