Connect with us

ফুটবল

আগামীকাল ফাইনালে মুখোমুখি ভারত ও স্বাগতিক নেপাল

saff

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগামীকাল ফাইনালে খেলবে স্বাগতিক দেশ নেপাল ও ভারত।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের একচ্ছত্র আধিপত্য। এইনিয়ে টানা ৫বারের মত ফাইনালে তারা, এর আগের ৪ বারই চ্যাম্পিয়ন ছিল তারা। এখনো কোন দল হারাতে পারেনি ভারতকে এই টুর্নামেন্টে।

গতকাল সেমিফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পেল ভারত। সকালের ম্যাচে শ্রীলঙ্কাকেও একই ব্যাবধানে হারিয়ে (৪-০) হারিয়ে ফাইনালে মুখোমুখি ভারত ও নেপাল।

আক্রমণাত্মক ছন্দে থাকা ভারত এই টুর্নামেন্টে গ্রুপ পর্বেই ১১ গোল করে ২ ম্যাচে। পরে সেমিতে বাংলাদেশের বিপক্ষেও করে ৪ গোল। আক্রমণাত্মক এই ভারতকে সামলানোই হল নেপালের মূল চ্যালেঞ্জ এই টুর্নামেন্টে। ভারতকে আটকাতে পারলেই প্রথমবারের মত জয় পাবে ভারত ব্যাতীত কোন দল।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর