Connect with us

ফুটবল

মিলান ডার্বিতে জয়ী ইন্টার মিলান

ইতালিয়ান ফুটবলে জুভেন্টাসের বর্তমান আধিপত্যের কারণে এসি মিলান-ইন্টার মিলানের মত দলগুলোকে প্রায় ভুলেই যাচ্ছে সবাই। তবুও মিলান শহরের এই দলদুটোর মুখোমুখি দেখা হলে ফুটবলের আবেদনটাই অন্যরকম।

গতকাল রাতে মিলান ডার্বিতে মুখোমুখি হয় এই দুই ক্লাব। ফলাফল ইন্টার মিলান ৩-২ এসি মিলান।

ম্যাচের শুরু থেকেই খেলাতে প্রভাব বিস্তার করতে থাকে ইন্টার মিলান। তৃতীয় মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় ইন্টার। পরবর্তীতে ৫১ মিনিটে স্কোরলাইন দাড়ায় ২-০, স্ক্রিনিয়ার গোলে। পরের এটাকে ৫৭ মিনিটে ব্যাবধান কমায় এসি মিলান। বাকায়াকো এর গোলে স্কোরলাইন হয় ২-১ এ। কিন্তু আবার ৬৭ মিনিটেই ইন্টারের স্ট্রাইকার মার্টিনেজ পেনাল্টিতে গোল করে স্কোর ৩-১ এ নিয়ে যায়।

পরবর্তীতে মুসাক্কি গোল করে এসি মিলানের ব্যাবধান কমায়, স্কোর ৩-২ এ। কিন্তু এর পরে আর কোন এটাকে গোল পায়নি দুই মিলানের একটিও। শেষ বাঁশি বাজার পর স্কোর ৩-২ ই থাকে।

এই ম্যাচ হারাতে এসি মিলানকে তাদের লীগের তৃতীয় স্থান ছেড়ে দিতে হয় ইন্টার মিলানকে। ম্যাচ শেষে জয়ের সাথে সাথে পয়েন্ট টেবিলের একধাপ উন্নতিতে লাভটা বেশিই হল ইন্টার মিলান-এর।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর