Connect with us

ফুটবল

শুরু হল ইউরো বাছাই ২০২০

আজ থেকে শুরু হচ্ছে ইউরো এর বাছাই পর্ব। বদলেছে ইউরো ২০২০ বিশ্বকাপের নিয়মকানুন। গতবারের মত এইবারো দল সংখ্যা ২৪ থাকলেও থাকছে না কোন স্বাগতিক দেশ। খেলা চলবে বিভিন্ন দেশের ১২ টি ভেনুতে। ইউরো এর সরাসরি বাছাই পর্ব ছাড়াও স্থান দখল করে নেয়া যাবে আয়োজিত উয়েফা ন্যাশন্স লিগ দিয়েও।

কোন নির্দিষ্ট স্বাগতিক দেশ থাকছে না এইবারের ইউরোতে। সেই হিসেবে সকল দেশকেই খেলতে হবে বাছাইপর্ব। স্বাগতিক দেশ হিসেবে বাড়তি কোন সুবিধা পাবে না কোন দল। এইবারের ইউরো বাছাইপর্বে অংশগ্রহন করছে ৫৫ টি দেশ, যেখান থেকে খেলার টিকিট পাবে ২০টি দল। বাকি ৪ টি দল সুযোগ পাবে উয়েফা ন্যাশন্স লিগ থেকে।

ইউরো ২০২০ এর খেলা হবে মোট ১২টি ভেনুতে- লন্ডন, দুবিন, রোম, সেন্ট পিটার্সবার্গ,  বাকু, কোপেনহেগেন, এমস্টারডাম, বুচারেস্ট, বিল্বাও, মিউনিক, বুদাপেস্ট, গ্লাসগো এর মত স্টেডিয়ামগুলোতে। ইউরো ২০২০ এর ওপেনিং ম্যাচ শুরু হবে রোমে।

১০ টি গ্রুপে কোয়ালিফাইং ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপে থাকবে ৫টি ও ৬টি টিম। প্রতি গ্রুপ থেকে দুইটি টিম কোয়ালিফাই করবে ইউরো-এর শেষ রাউন্ডে।

 

গ্রুপ এ: ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মন্টিনিগ্রো, কোসোভো।

গ্রুপ বি: পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ।

গ্রুপ সি: নেদারল্যান্ডস, জার্মানি, উত্তর আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ।

গ্রুপ ডি: সুইজারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, জর্জিয়া, জিব্রাল্টার।

গ্রুপ ই: ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান।

গ্রুপ এফ: স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফারো দ্বীপপুঞ্জ, মাল্টা।

গ্রুপ জি: পোল্যান্ড, অস্ট্রিয়া, ইজরায়েল, স্লোভেনিয়া, ম্যাসেডোনিয়া, লাতভিয়া।

গ্রুপ এইচ: ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মোল্দাভিয়া, আন্ডোরা।

গ্রুপ আই: বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখস্তান, সান মেরিনো।

গ্রুপ জে: ইতালি, বসনিয়া-হার্জেগোভিনা, ফিনল্যান্ড, গ্রীস, আর্মেনিয়া, লিচেনস্টাইন।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর