Connect with us

ফুটবল

২০হাজার ইউরো জরিমানা হচ্ছে রোনালদোর

কেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের সেরা জুভেন্টাসের হয়ে এথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাট্রিকের মাঝে দিয়ে বুঝিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১২ মার্চ এথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লীগের শেষ ১৬ এর নকআউট রাউন্ডে এই কীর্তি গড়েন এই ফুটবলার।

এই ধরণের অসাধারণ খেলার পর কেন তাকে নিয়ে সমালোচনা? এর কারণ তার সেলিব্রেশন। এথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোল দেয়ার পর কোচ সিমিওনকে দেখিয়ে একটি অশালীন উদযাপনই আলোচনার মূলে।

উয়েফার তদন্ত কমিটি রোনালদোর বিপক্ষে নিয়ম শৃঙ্খলা নীতির ১১(২) বি ও ডি ধারা ভঙ্গের অভিযোগে কাজ করছিলেন। তদন্ত শেষে তারা রিপোর্টে রোনালদোকে ২০হাজার ইউরো জরিমানা ধার্য করেছে।

আগুন প্রথম লাগিয়েছেন সিমিওনে। জুভেন্টাসের বিরুদ্ধে এই একই ধরণের সেলেব্রেশোন করেছিলেন তিনি, শাস্তি হয় তারও। সেই শাস্তি এর অনুরূপেই রোনালদোরও শাস্তি হয়। তিনিও উয়েফা কমিটিকে ২০হাজার ইউরো জরিমানা প্রদান করে।

রোনালদোর এই শাস্তির পরেও জুভেন্টাসের সমর্থকদের মনে সুখের খবর যে ম্যাচ ব্যান এ পরছেন না তিনি। তাহলে সবচেয়ে বড় বিপদ অপেক্ষা করত জুভেন্টাসেরই।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর