Connect with us

ফুটবল

টাকা কামাই করতেই সৌদি আরবে এই সুপার কাপ

বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে

স্প্যানিশ সুপার কাপের নতুন সংস্করণের ফলে শুধু লা লিগা ও কোপা ডেল রে জয়ী দুটি দলের মধ্যে ম্যাচ না দিয়ে আরও দুটি দলকে সেমিফাইনালের মঞ্চে রেখেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।

এবারই প্রথম চার দলের সুপার কাপ হচ্ছে, আর সেটা হচ্ছে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।শুধু তাই না, সুপার কাপের পরবর্তী তিন সংস্করণও হবে আরবের মাটিতে।

কিন্তু বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দেকে নতুন এই সংস্করণ ও ভেন্যু নিয়ে মোটেও সন্তুষ্ট দেখা যায়নি। তাঁর ভাষ্যমতে,শুধু টাকার জন্যই সুপার কাপে নতুন এ সংস্করণ চালু করা হয়েছে।

গত ৮ জানুয়ারী বুধবার সেমি-ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠে রিয়াল মাদ্রিদ। অথচ আগের ফরম্যাটে মাদ্রিদের দুই ক্লাবই সুপার কাপের অংশ হতে পারত না।

গতকাল এক সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেন, “মূল কথা হলো ফুটবল এখন ব্যবসায় পরিণত হয়েছে। আর ব্যবসা করলে আয় তো করতেই হবে। এ কারণেই আমরা এখন সৌদি আরবে। আমরা যে সংস্করণে অভ্যস্ত ছিলাম তার চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। সেটি ছিল মৌসুমের প্রথম শিরোপা। আমার মতে সেটা ভালোই ছিল, পাল্টানোর পর দেখা যাক কী হয়। চারটা দল নিয়ে খেলা ভালই হবে ক্রীড়াসুলভ দৃষ্টিকোণ থেকে কতটা ভালো তা আমি জানি না। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ফুটবলের সাথে আমরা জড়িত আছি তা একটা শিল্প,তবে আয়ের উৎস খুঁজতে হয় ; এ দেশের সঙ্গে এর বিশেষ সম্পর্ক আছে, ঠিক যেভাবে গত বছর আমরা মরক্কোতে খেলেছি।’

তবে স্পেনের বর্তমান কোচ ও সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিক মন্তব্য করেন ‘আমার পছন্দ হয়েছে এটা। আগে এমন সময়ে হতো যে ওই দুই ম্যাচকে প্রাক মৌসুম প্রস্তুতি বলেই বেশি মনে হতো। এখন এটা অনেক আকর্ষণীয় হবে।’তাদের এমন মন্তব্যে নতুন সুপার কোপার এই সংস্করণে তাদের সন্তুষ্টই মনেহয়েছে।

বৃহস্পতিবারের ম্যাচের জন্য বার্সার প্রস্তুতি বিশেষভাবে ভালো যায়নি, তবে, বুধবারের সংবাদ সম্মেলন আসতে দেরি হওয়ার কারন হিসবে জেদ্দায় তাদের টিম বাসটি হারিয়ে যাওয়ার ব্যাপারটি জানিয়েছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর