Connect with us

ফুটবল

ব্রাজিল দলে ডাক পেলেন পাকেতো

লুকাস পাকেতো
লুকাস পাকেতো

পেলে, জিকো, রোনালদিনহো, কাকা কিংবা এই সময়ের নেইমার- ব্রাজিল দলের ১০ নং জার্সির জৌলুসই অন্যরকম। সময়ের সেরা খেলোয়াড়রাই এই জার্সির সম্মান বাড়িয়ে তুলেছে। কিন্তু নেইমার ইঞ্জুরির কারণে আসন্ন প্রস্তুতি ম্যাচে থাকতে পারছেন না। প্রতিভাবান এই খেলোয়ারের অনুপস্থিতিতে কোচ তিতে এই ১০ নাম্বারের জার্সি দিতে যাচ্ছেন এসি মিলানের মিডফিল্ডার পাকেতা-কে।

ব্রাজিলের অন্যতম উদীয়মান তারকা লুকাস পাকেতা খেলছেন এখন এসি মিলানের হয়ে, যেখানে ব্রাজিলের আরেক কিংবদন্তী কাকা ছিলেন। আক্রমণাত্বক স্বভাবের কারণে পরিচিতি পাচ্ছেন নতুন কাকা হিসেবেই। ব্রাজিলেই ঐতিহ্যবাহী ক্লাব ফ্র্যামেঙ্গো থেকে এসি মিলান তাকে নিয়ে আসে ৩৫ মিলিয়ন ইউরো দিয়ে। দুর্দান্ত খেলে তিনি এখন ডাক পান ব্রাজিল শিবিরে।

সামনেই আসছে কোপা আমেরিকা। সেই সুবাদে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল চেক প্রজাতন্ত্র ও পানামা এর বিরুদ্ধে। যেহেতু নেইমার ইঞ্জুরিতে তাই তার অবর্তমানে তার জার্সি পরার অধিকার পেলেন পাকেতো।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর