Connect with us

ক্রিকেট

বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল

বিশ্বকাপের পঞ্চম ম্যাচে বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকার ম্যাচ অনুষ্টিত হবে আজ। স্থানিয় সময় সকাল ৯.৩০ মিনিটে ম্যাচটি অনুষ্টিত হবে কেনিংটন অভাল, লন্ডন এর মাঠে।

বিশ্বকাপের দল হিসেবে বিবেচনা করলে দুই দলই রয়েছে প্রায় সমানে সমান। বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখা যাবে বিশ্বকাপের পূর্বে ত্রিদেশীয় ট্রফি জিতেছে। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে সব কয়টি ম্যাচ জিতেছে তারা। তাই দল হিসেবে বাংলাদেশ দল রয়েছে ফর্মে। অপর দিকে দক্ষিন আফ্রিকা কম নয় বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভালোই লক্ষ্য করা যায় দল টিকে। তাই ব্যাটিং ও বোলিংয়ের দিক হিসাব করলে দুই দলই রয়েছে সমানে সমান। এখন শুধু অপেক্ষার পালা, আজকের ম্যাচে কে জয়ই হয় বাংলাদেশ নাকি দক্ষিন আফ্রিকা!

এক ঞ্জরে দুই দলের স্কোয়াড দেখে নেওয়া যাক:

বাংলাদেশ স্কোয়াড:
মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাশরাফি মুর্তজা (ক্যাপ্টেন), তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহদি হাসান, মাহমুদুল্লাহ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মো। সাইফুদ্দিন, মোহাম্মদ মীথুন, আবু জয়িদ ও মোসাদ্দেক হোসেন।

দক্ষিন আফ্রিকা স্কোয়াড:
কুইন্টন ডি কাক (উইকেটরক্ষক),ফাফ ডু প্লেসিস (ক্যাপ্টেন), হাশিম আমলা, এডেন মার্করাম, র্যাসি ভ্যান ডার ডুসেন, জিন-পল ডুমিনি, ডওয়াইন প্রিটোরিয়াস, অ্যান্ডি ফিলহুকওয়েও, কাগিসো রাবাদা, লুঙ্গি নাইজিদি, ইমরান তাহির, তাবরিজ শামসী, ডেভিড মিলার ও ক্রিস মরিস।

আরও সংবাদ: খেলার পাতা

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর