Connect with us

ক্রিকেট

বাংলাদেশ ৮ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ কে

দুর্দান্ত এক ইনিংসের উপহার দিলেন তামিম ইকবার ও সৌম্য সরকার

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে হারিয়ে ৫০ ওভার শেষে ২৬১ রান।

ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি গেল ম্যাচে আয়ারল্যান্ড এর সাথে যে রানের গতি নিয়ে খেলে ছিল, টিক একই গতিতে গতকাল বাংলাদেশ এর সাথে এগুচ্ছিল। কিন্তু সে দিনের মত ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা তেমন রানের জুটি করতে পারেননি। ৮৯ রানেই তাদের প্রথম উইকেটের পতন হয়। তারপরও ওয়েস্ট ইন্ডিজ দল থেমে থাকে নি। ওয়েস্ট ইন্ডিজের আরেক ওপেনার সেঞ্চুরি তুলে নেন গতকালের ম্যাচে বাংলাদেশ এর বিপক্ষে।

প্রথম দিকে উইকেট পড়ে গেলেও ওয়েস্ট ইন্ডিজের রানে গতি আটকে থাকে নি। তখন ৪১ ও ৪৩ নাম্বার ওভারে বাংলাদেশের আধিনায়ক মাশরাফি ২ ওভারে দুটি উইকেট নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ দলের রানের গতি কমে যায়। দিন শেষে তারা সংগ্রহ করে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান। যেখানে অধিনায়ক মাশরাফি ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। মুস্তাফিজুর ও সাইফুদ্দিন নেন ২ করে উইকেট আর সাকিব আল হাসান ও মেহদি হাসান নেন ১টি করে উইকেট।

২৬২ রানের জন্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ দলের ওপেনারদের কাছ থেকে আসে ধারুন এক ইনিংস। দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার ম্যাচের প্রথম থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলকে চাপের মধ্যে রাখেন। তাদের ওপেনিং জুটি থেকে আসে ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওপেনারের মধ্যে সৌম্য সরকারকে খুবই মারমুখি ভাবে ব্যাটিং করতে দেখা যায়। যেখানে গতকাল তার স্ট্রাইক রেট ছিল ১০৭.৩৫। অপর দিকে তামিম ইকবাল কে দেখা গেছে খুবই শান্ত ভাবে ব্যাটিং করতে। গতকাল তামিম ইকবালের স্ট্রাইক রেট ছিল ৬৮.৯৭। বাংলাদেশ দলের দলিয় রান যখন ১৪৪, তখন ২৫.৬ ওভারের সময় সৌম্য সরকার উইকেট দিয়ে বসেন রুস্টন কেইস কে। সৌম্য সরকার এর ব্যাট থেকে আসে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস। সৌম্য সরকার আউট হবার পর তামিম ইকবালের সঙ্গ দেন সাকিব আল হাসান। দলিয় রান যখন ১৯৬ তখন তামিম ইকবাল ও ৮০ রান করে তার উইকেট দিয়ে বসেন গাব্রিল কে। সামান্যের জন্য তামিম ইকবালের সেঞ্চুরি তখন হাত ছাড়া হয় তখন। শেষ মুহূর্তে সাকিন আল হাসান আর মুসফিক এর হাত ধরেই বাংলাদেশ দল তাদের ২৬২ রানের লক্ষ্যে পৌঁছে যায় ৫ ওভার হাতে রেখেই। যেখানে সাকিব আল হাসান তুলে নেন তার কেরিয়ারের আরেকটি হাফ-সেঞ্চুরি। তিনি করেন ৬১ রান আর মুসফিক ৩২ রান।

গতকাল মুলত বাংলাদেশ দলের ওপেনিং ব্যাট সম্মান তামিম ইকবাল আর সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পায়।

আরও সাংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, বাংলাদেশ

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর