বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দল দক্ষিন আফ্রিকাকে ২১ রানে হারিয়ে ইতিহাস গড়ে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ভালোই ম্যাচ প্রথম থেকে তৈরি করে দেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দুই জন কে শান্ত মনে ম্যাচ আরম্ভ করতে দেখা যায়।
কিন্তু দলিয় রান ৬০ ও ৭৫ এর মাথায় দুইটি মুল্যবান উইকেট হারায় বাংলাদেশ দল। তারপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এর জুটিতে বাংলাদেশ দল ৩০০ রান অতিক্রম করতে পারে। ম্যাচে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এর ব্যাট সমান কথা বলতেছিল মাঠে। দুই জনি সমান তালে ব্যাটিং শুরু করেন। তাঁদের ব্যাট থেকে ১৪২ রানের জুটি।
একশত রানের ভিতরে ওপেনার দু-জনের উইকেট হারানোর পর বাংলাদেশ দলের রান এত হবে অনেকেই তা বিশ্বাস করতে পারেন নি। কিন্তু তাঁদের এই ভুল ধারনা ভাঙ্গেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
এই দুই ব্যাটসম্যান আউট হবার পর মাহমুদুল্লাহ আরও ৪৬ রান, মুহাম্মাদ মিতুন ২১ ও মুসাদ্দেক হোসেন ২৬ রান যোগ করেন। যার ফলে বাংলাদেশ দলের রান ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানে দাড়ায়।
বাংলাদেশ দলের বিপক্ষে ২টি করে উইকেট নেন ইমরান তাহির, এন্ডিলি ও ক্রিস মরিস। তাঁদের ছাড়া আর কোন দক্ষিন আফ্রিকার বোলার বাংলাদেশের বিপক্ষে উইকেট পান নি।
৩৩০ রানের লক্ষ্য দক্ষিন আফ্রিকার বিপক্ষে তেমন একটা কঠিন বিষয় ছিল না। কিন্তু ক্রিকেট ম্যাচে যেকোন সময় যেকোন কিছু ঘটতে পারে, তাই হল ম্যাচে। ম্যাচের প্রথম থেকে দক্ষিন আফ্রিকা ৩৩০ রানের লক্ষ্যে ভালো ব্যাটিং শুরু করে। সেই সময় দলিয় রান ৪৯ মুশফিকুর রহিম দক্ষিন আফ্রিকার ওপেনার ব্যাটসম্যান কোক কে রান আউট করে সাজ ঘরে পাঠান।
তারপর একে একে বাংলাদেশের বোলাররা দক্ষিন আফ্রিকার ব্যাটিং লাইন আপ চাপের মুখে ফেলে ২১ রানের জয় ফিরিয়ে আনে। ম্যাচে যখন দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যানরা রান পেতে শুরু করেন ঠিক সেই সময়ে বাংলাদেশের বোলাররা বোলিংয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ম্যাচের এক পর্যায়ে বাংলাদেশের দর্শকরা ধরেই নিয়েছিল বাংলাদেশ দল আজকের ম্যাচে দক্ষিন আফ্রিকার বিপক্ষে হেরে যাবে। কিন্তু বাংলাদেশ দলের বোলাররা তাদের দর্শকদের বিশ্বাস ফিরিয়ে আনেন দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে।
গতকালের ম্যাচে মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট পান। গুরুত্বপূর্ণ ২টি উইকেট পান সাইফুদ্দিন। আর ১টি করে উইকেট পান মেহদি হাসান ও সাকিব আল হাসান।
দক্ষিন আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল ২১ রানের জয় ছিনিয়ে এনেছে মুলত ভালো বোলিং লাইন আপ এর জন্য।
আরও সংবাদ: খেলার পাতা