ইংল্যান্ড এ ২০১৯ বিশ্বকাপের সময় দিন দিন কমে আসছে। তাই সব দল ২০১৯ বিশকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নিজেদের মত করে। সব দলের খেলোয়াড়রা ২০১৯ বিশকাপকে স্মরণ করে রাখার জন্য প্রকাশ করছেন নিজেদের চিন্তা ভাবনা। সবার মত মুশফিকুর রহিম প্রকাশ করলেন, তার নিজের চিন্তা ভাবনা ২০১৯ বিশ্বকাপ কে নিয়ে।
মুশফিকুর রহিম বিশ্বাস করেন ২০১৯ বিশ্বকাপ আসরে বাংলাদেশ ভালো কিছু করতে পারে। তিনি বলেন- বাংলাদেশ অন্তত সেমিফাইনাল খেলার সামর্থ্য রাখে এবারের আসর।
২০০৭ সালের বিশ্বকাপ আসরে প্রথম অংশগ্রহন করেন মুশফিকুর রহিম। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। ২০১৯ বিশ্বকাপ মিলিয়ে এবারে তার চতুর্থ বিশ্বকাপ। তাই এবারের আসরে সেরাটা দিতে চান তার দলকে মুশফিক।
বিশ্বকাপের জন্য আর মাত্র একটি মাস বাকি। তাই বাংলাদেশ দল আজ অনুশীলন করেছে শেরেবাংলা স্টেডিয়ামে। মুশফিক সংবাদ মাধ্যমকে জানান- জাতীয় দলের হয়ে যে কোনো ম্যাচই ক্রিকেটারদের জন্য অনেক গর্বের মুহূর্ত, হউক সেটি বিশ্বকাপ বা অন্য কোন টুর্নামেন্ট ম্যাচ। তবে যদি বিশ্বকাপ হয় তাহলে সেটি অন্য বিষয়, তাতে অন্য রকম প্রেরণার কাজ করে সবার মাজে। সবাই চায় বিশ্বকাপ কে স্মরণ করে রাখার জন্য। আর আমাদের তিন চার জন খেলোয়াড় আছেন যাদের এবারের বিশ্বকাপ হবে চতুর্থ বিশ্বকাপ। আর তারা সবাই চাইবে তাদের সবচেয়ে সেরাটা দিয়ে বিশ্বকাপ কে স্মরণ রাখতে।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বিশ্বাস করেন বাংলাদেশ দলের নকআউট পর্বে যাওয়ার যথেষ্ট সামর্থ্য রয়েছে। আর নকআউট পর্বে গেলে যেকোনো সময় যেকোনো কিছুই ঘটতে পারে, এটা সবাই জানে। এবার বিশ্বকাপে গ্রুপপর্বে খেলবে সবাই একে অপরের বিপক্ষে, এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। তাই মুশফিকুর রহিম মনে করেন, সেমিফাইনালে ওঠার মতো শক্তি রয়েছে বাংলাদেশ দলের। আর সেমিফাইনালে উঠলে কে হই বাদ পড়ার জন্য মাঠে খেলতে নামবে না! তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করবে শিরোপা জেতার জন্য।
বিশ্বকাপে ভালো করার জন্য আয়ারল্যান্ড সিরিজকে গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিকুর রহিম। তিনি বলেন- নিউজিল্যান্ড সফরের পর আমরা আন্তর্জাতিক ম্যাচ আর খেলিনি, মনে হয় আয়ারল্যান্ড সিরিজ থেকে আমরা আমাদের নিজেদের মধ্যে ভুল গোল ধরতে পারবো বিশ্বকাপের পূর্বে। যেটি আমাদের বিশ্বকাপে অনেক কাজে লাগবে।