Connect with us

ক্রিকেট

২০১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশের পেসারদের নিয়ে ভাবছেন ওয়ালশ

ওয়ালশ তৈরি করছেন বাংলাদেশ পেসারদের বিশ্বকাপের জন্য

প্রতিটি বিশ্বকাপে যেকোনো দলের সাফল্য নির্ভর করে দলের পেসারদের উপর। তাই এ বিষয় টি চিন্তা করেই বাংলাদেশ পেসারদের দিকে তাকিয়ে আছেন কোর্টনি ওয়ালশ। তিনি বলেন বাংলাদেশ ক্রিকেটের বোলিং ভার নিতে হবে পেসারদের।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ এর ৫ জন আছেন পেস বিভাগে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে রয়েছেন রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দীন ও আবু জায়েদ। ওয়ালশ বলেন- ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট ইংল্যান্ড এ অনুষ্টিত হবে, আর ইংল্যান্ড এর পিচটি ব্যাটিং পিচ, সেখানে প্রচুর রান আসবে ব্যাটিং থেকে। তাই রান কমিয়ে আনতে হলে বোলিংয়ে বৈচিত্র্য আনতে হবে। আর এ অবস্তায় আমাদের দলে সব ধরনের বৈচিত্র্যময় বোলার আছে, যারা ইংল্যান্ড বিশ্বকাপে আমাদের বেশ সাহায্য করবে।

ওয়ালশ যানেন তাদের সময়ের আর এখন কার সয়ের পিচের সাথে তাল মিলানো অনেক কঠিন। কারন পূর্বে পিচগুলো বোলিং পিচ ছিল কিন্তু এখন তা আর বোলিং পিচ থাকে নি, হয়ে গিয়েছে ব্যাটিং পিচ। এখন এ জায়গায় রান আটকাতে হলে বোলিং বিভাগ কে ভালো করতে হবে। এ ক্ষেত্রে পেস নিয়ে কাজ করতে হবে প্রচুর, যাতে ব্যাটসম্যানরা নিজের ওপর চাপ নিয়ে উইকেট খুইয়ে বসে রাতারাতি।

এ কারণেই ইংল্যান্ড কন্ডিশনকে কাজে লাগানোর ওপর জোর দিচ্ছেন বাংলাদেশ পেসার কোচ ওয়ালশ। তিনি আরও বলেন- কন্ডিশন ও উইকেট ভালোভাবে বুঝতে হবে বোলারদের, কখন সুইং হবে আবার কখন সুইং হবে না, তা যদি ধরতে পারে বোলাররা তবেই ভালো করা সম্ভব হবে। সবাই তাদের নিজেদের বুদ্ধিমতা ও শক্তিমতার ব্যাপারে জানে। নিজেদের বুদ্ধিমতা ও শক্তিমতা ভালো ভাবে কাজে না লাগাতে পারলে, ভালো করা বেশ কঠিন হয়ে উঠবে এ সময়ে। দ্রুত ব্রেক থ্রু বা দ্রুত কয়েকটি উইকেট নিতে পারলেই রানের পরিমান কমে আসবে আর এতে করে ম্যাচে ভালো করা সম্ভব। আমাদের ছেলেরা এ বিষয়ে অনেক অগ্রসর হচ্ছে, আসা করি ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে বাংলাদেশ এর পেসাররা।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর