Connect with us

ক্রিকেট

ইংল্যান্ডকে মাত্র ৮৫ রানে অলআউট করেও ৩ দিনে হারতে হলো আয়ারল্যান্ডকে

টেস্ট ইতিহাসের ৭ম সর্বনিম্ন স্কোরে আজকে আয়ারল্যান্ডকে ইংল্যান্ড অলআউট করে

ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার টেস্ট নিয়ে খুব বেশি কোতুহলী কাউকে খুঁজে পাবার কথা না। নবীন আয়ারল্যান্ড যে ইংল্যান্ডের সাথে পাত্তাই পাবে না এটা ক্রিকেট সমর্থক মাত্রই অনুমান করতে পারে। কিন্তু ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে ইংল্যান্ডকে আউট করে দিয়ে বেশ চমক দেখায় আয়ারল্যান্ড। বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। মাত্র কিছুদিন আগেই যে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে তাদের কি চেহারা।

 

মাত্র ৮৫ রানে অল আউট করে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড বেশ ভালোই করে বলা যায়। প্রথম ইনিংসে ১২২ রানের লিড নিয়ে ২০৭ রান করে। ২য় ইনিংসে ঘুরে দাড়ায় ইংল্যান্ড। অলআউট হওয়ার আগে ৩০৩ রান করে তারা। ১৮২ রানের টার্গেটে আয়ারল্যান্ড জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলো। খেলাও চলছিলো মাত্র ২য় দিনে তাই পিচ এতো তাড়াতাড়ি বোলিংয়ের জন্য স্বর্গ না হওয়ার দিকেই অধিকাংশের ধারণা ছিলো।

ইংল্যান্ড শেষ ইনিংসের জন্যই বোধহয় তাদের বারুদ জমিয়ে রেখেছিল। ৩য় দিনের প্রথম সেষনেই ইংল্যান্ড আয়ারল্যান্ডকে অলআউট করে। মাত্র ১৫ ওভার ৪ বলে ৩৮ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। এটি টেস্ট ইতিহাসের ৭ম সর্বনিম্ন স্কোর। ১৪৩ রানের বিশাল জয় পেতে  ইংল্যান্ড অধিনায়ক রোট মাত্র ২ জন বোলার ব্যাবহার করেন শেষ ইনিংসে। ব্রোড ৪ উইকেট ও ওয়াকস ৬ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের এই সমাধি রচনা করেন।

এই টেস্ট ম্যাচের শেষে ব্রোড সর্বকালের টেস্ট বোলারদের লিস্টে উইকেট সংখ্যায় ৭ম স্থানে চলে এসেছেন।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর