Connect with us

ক্রিকেট

এবার ‘৪ দিনের টেস্ট’ বিরোধিতায় যোগ দিলেন রোহিত শর্মা

রোহিত শর্মা

আইসিসি চাচ্ছে পাঁচ দিনের টেস্ট ইনিংসকে চার দিনে নিয়ে আসতে । আর এ নিয়েই গত কয়েকদিন ধরে আলোচনা সমালোচনায় মেতে উঠেছে গোটা ক্রিকেটবিশ্ব। পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই। কিন্তু সিংহ ভাগ মতামত আসছে এই প্রস্তাবের বিপক্ষে। তারি ধারাবাহিকতায় এবার নিজের মতামত জানালেন রোহিত শর্মা।

ভারতের এই ওপেনার জানান তিনি কোন ভাবেই টেস্ট ক্রিকেটের দিন কমানোর প্রস্তাবের পক্ষে নন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রস্তাবের ব্যাপারে তিনি স্পষ্ট করে বলেন যে,চার দিনের ম্যাচকে কখনও টেস্ট বলা সম্ভব না  বরং এটাকে বলা যেতে পারে প্রথম শ্রেণির কোন ম্যাচ।

এর আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস এবং ইংল্যান্ডের অধিনায়ক জো রুট জানান যে, টেস্টের দিন কমানোর পক্ষে তারা নন।

এদিকে ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান ভারতীয় জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী সিএনএন নিউজ-১৮কে বলেন , পাঁচ দিনের টেস্টে পরিবর্তনের কোন দরকার নেই।যদি পরিবর্তন করতেই হয় তাহলে র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দল বাদে বাকি ছয় দলকে একে অপরের বিপক্ষে চার দিনের টেস্ট খেলতে দেয়া হক।

তবে ইউনিভার্স বস, ক্রিস গেইলের কাছে এই ব্যাপারে তার মতামত জানতে চাইলে তিনি বলেন , জীবনে একশ এর উপর টেস্ট খেলা হয়ে গেছে , কিছু ম্যাচ তিন দিনে শেষ হয়েছে আবার কোন গুলাতে সময় লেগেছে চার দিন তবে তার সব গুলাই ছিল পাঁচ দিনের ম্যাচ , তাছাড়া টেস্টের এই পাঁচ দিন জীবনে অনেক কিছুরই শিক্ষা দেয় । তাই চার দিনে ম্যাচের কোন শর্ততেই তিনি রাজি নন।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর