Connect with us

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পেল ইংল্যান্ড

নিকলাস পুরান আউট হবার পর

২০১৯ বিশ্বকাপের ১৯নং ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখামুখি হয়েছিল ইংল্যান্ড। সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কে ৮ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজ দল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। ব্যাটিংয়ে নেমেই ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ এর ব্যাটসম্যানরা। দলিয় ৫৫ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ দল ক্রিস গেইল, ইভান লইস ও হোপ এর মত মুল্যবান ব্যাটসম্যানদের উইকেট হারিয়ে বসে।

প্রথম থেকে চাপের মুখে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান নিকলাস পুরান ও সিম্রন আশার আলো দেখান। তাদের দুই জনের ৯০ রানের জুটি মুলত ওয়েস্ট ইন্ডিজ দলকে ২০০ রান অতিক্রম করতে সাহায্য করে।

দলের ১৪৪ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ দলের সিম্রন আউট হবার পর আর কোন ব্যাটসম্যান তেমন ভালো জুটি করতে পারেননি। শেষে ৪৪.৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে মাত্র ২১৩ রান।

২১৩ রানের লক্ষ্য তেমন আর বড় কিছু না ইংল্যান্ড দলের কাছে।নিজের মাঠে এমন সংগ্রহ যে কেউ খুবই সহজে করতে পারে। ঠিক তাই হল, ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড দল মাত্র ৮ উইকেট ও ১০০ এর বেশি বল হাতে রেখে ২১৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় ।

এই ম্যাচে রুট এবারের বিশ্বকাপে তার ২য় সেঞ্চুরি তোলে নেন। দুর্দান্ত ইনিংসের জন্য তিনি ম্যাচ সেরার পুরুষ্কার পান।

আজকের ম্যাচে ব্যাটিং ও বোলিং দুইটি বিভাগে ইংল্যান্ড দলের প্রত্যেকেই দুর্দান্ত পারফর্মেন্স করেন। যার ফলে ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় পায়।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর