Connect with us

ক্রিকেট

কোহলির মুকুটে যোগ হল কৃতিত্ব আরেক নতুন পালক

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১ রান করতেই রোহিত শর্মার রেকর্ড ভেঙ্গে ফেলেছিলেন বিরাট কোহলি । এবার টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে টপকালেন তিনি।

অধিনায়ক হিসেবে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানের মালিক এখন তিনি। রিকি পন্টিং এর রেকর্ড ভাঙতে মাত্র ১ রানের প্রয়োজন ছিল কোহলির। সেদিন প্রথম রান নেওয়ার সঙ্গে সঙ্গেই পন্টিংকে পিছনে ফেলে দেন ভারতের এই অধিনায়ক।

পন্টিং থেকে ৮২ টি কম ম্যাচ খেলেই, অর্থাৎ মাত্র ১৬৯তম আন্তর্জাতিক ম্যাচেই এই বিরল রেকর্ড ছুয়ে ফেলেন তিনি। যেখানে পন্টিংয়ের এ রেকর্ড করতে খেলতে হয়েছিল ২৫১ টি ইনিংস।

তাছাড়া এখন পর্যন্ত টেস্ট , ওয়ান ডে , টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটেই তাঁর গড় রান ৫০ এর ওপর থাকাও একটি রেকর্ড ।

ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের তালিকায় মহেন্দ্র সিং ধোনির পরই এবার দ্বিতীয় ব্যাটসম্যান হলেন কোহলি। আর বিশ্ব ক্রিকেটের তালিকায় কোহলির অবস্থান এখন ষষ্ঠ নম্বরে। এর আগে ধোনি ছাড়াও এই কৃতিত্ব অর্জন করেছিলেন রিকি পন্টিং,স্টিফেন ফ্লেমিং , অ্যালান বর্ডার ও গ্রেম স্মিথ।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর