Connect with us

ক্রিকেট

আইপিএলের জুয়া কেলেঙ্কারিতে ভারতের নারী দলের কোচ

IPL
সূত্রঃ দ্যা হিন্দু

এবারের আইপিএল ব্যাট বলের লড়াইয়ে যতটা আলোচনায় আসছে ঠিক ততটাই আলোচনায় আসছে বিভিন্ন বিতর্ক নিয়ে। সম্প্রতি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ পাওয়া গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

সম্প্রতি ভারতের জাতীয় নারী দলের কোচ (সাবেক) তুষার অরোথকে গ্রেপ্তার করা হয়েছে আইপিএল এর ম্যাচে জুয়াতে জড়িত থাকার অভিযোগে। গুজরাটের একটি ক্যাফে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার সাথে জুয়ারি সন্দেহে আরো ১৮ জনকে আটক করে পুলিশ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সাবেক এই কোচের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছে।

পাঞ্জাব ও দিল্লির ম্যাচ চলাকালীন সময়ে পুলিশের এক দল তুষার অরোথসহ মোট ১৯ জনকে গ্রেফতার করে। ক্যাফেটির তিন মালিকের একজন ছিলেন সাবেক এই কোচ। সাথে মালিকপক্ষের আরো দুইজন নিশ্চল শাহ্ ও হেমাং প্যাটেলকে আটক করে পুলিশ।

পুলিশের ডেপুটি কমিশনার জয়দীপ সিং জাদেজা জানান যে ম্যাচ চলাকালীন সময়ে জুয়ায় জড়িত ছিলেন তারা। ভারতীয় আইনের ধারা ৪ ও ৫ এর নিয়ম অনুযায়ী তাদের গ্রেফতার করা হয়।

মহিলা দলের সাবেক এই কোচ ১১৪টি ম্যাচ খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ক্যারিয়ারে মোট ১৩টি শতক ও ৩১টি অর্ধশতকসহ মোট ৬,১০৫ রান করেন তিনি। বল হাতেও নিয়েছেন ২২৫ উইকেট।

পুলিশ গ্রেপ্তারকৃতদের থেকে ১৪ লাখ টাকা সহ মোবাইলফোন, জুয়ার কাজে ব্যাবহার করা বিভিন্ন যন্ত্র ও কাগজপত্র আটক করেছে।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর