Connect with us

ক্রিকেট

তিন দফায় সম্পন্ন হবে পাকিস্তান সফর

অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা

অবশেষে পাকিস্তান সফর নিয়ে একটা সিদ্ধান্তে পৌছাল বিসিবি । এতদিন থেকে এক প্রকার ঝুলেই ছিল বাংলাদেশের পাকিস্তান সফর ।

এবার জানা গেল সব জল্পনা-কল্পনা শেষে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। ২টি টেস্টই শুধু না বরং ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ১টি ওয়ানডে ম্যাচও হবে পাকিস্তানে । কিন্তু এসব কিছু একসাথে হবেনা , হবে ৩ টি আলাদা সফরের মাধ্যমে । দুবাইয়ে দুই দেশের বোর্ডের সভাপতির উপস্থিতিতে এ সিদ্ধান্তটি হয়।

পিসিবি জানিয়েছে, তিন দফায় সম্পন্ন হবে পাকিস্তান সফর । প্রথম দফায় আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা ।

দ্বিতীয় দফায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিণ্ডিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ শেষ করে দেশে ফিরবে বাংলাদেশ দল।

এরপর তৃতীয় দফায় এপ্রিলে আবার পাকিস্তানে যাবে দলটি । তখন একটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডেটি ম্যাচটি অনুষ্ঠিত হবে। অতঃপর ৫ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

এই সময় সূচীতে দুই দেশেরই সম্মতি পাওয়া গেছে । তাই অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা ।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর