Connect with us

ক্রিকেট

পাকিস্তানে বন্ধ হচ্ছে আইপিএলের সম্প্রচার

আইপিএল

ভারত-পাকিস্তান সম্পর্ক কাশ্মীর ইস্যুতে অনেক আগে থেকেই খারাপ ছিলো যা এখন তলানিতে। কিছুদিন আগেও এই ব্যাপার নিয়ে ভারতে পিএসএল-এর সম্প্রচার বন্ধ ছিল। এরই জেরধরে ভারতীয় সংবাদমাধ্যমগুলিও বন্ধ করে দিয়েছিল পাকিস্তানের ক্রিকেট লিগের  খবরের সংবাদ প্রকাশ। এবার আইপিএল নিয়ে পাকিস্তানও ভারতকে জবাব দিচ্ছে। পাকিস্থানও এই লিগের টিভি সম্প্রচার বন্ধ করেছে তাদের দেশে।

এ ব্যাপারে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছে —তাঁরা কিছুতেই আইপিএল সম্প্রচারণা পাকিস্তানের কোনো টিভি চ্যানেলে হতে দেবেন না। এ সময় আইপিএল সম্প্রচারকারী সব টিভি চ্যানেল বন্ধ থাকবে।

আইপিএল সম্প্রচারের ব্যাপারে  চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় পাঠানো হয়েছে । সেখানে এটি পাশ হলে সিদ্ধান্তটি কার্যকর করার প্রস্তুতি শুরু হবে।
কাশ্মীরের পুলওয়ামা হামলার প্রভাব পড়েছে ক্রিকেট সম্পর্কেও। ভারত চাচ্ছেনা পাকিস্তানের সঙ্গে খেলাধুলা বিষয়ক কোন ধরনের সম্পর্ক রাখতে। বিশ্বকাপেও পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের জন্য অনেক সাবেক ক্রিকেটারও মত দিয়েছেন। প্রতিবাদের অংশ হিসেবে ইন্ডিয়াতে বিভিন্নলীগে পাকিস্তানি ক্রিকেটারদের যেসব খেলোয়াড় খেলতেন তাদের ছবি ঢেকে দেওয়া হয়েছে। কোনো কোনো জায়গা থেকে পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি  ইমরান খান, ওয়াকার ইউনুস ,ওয়াসিম আকরাম, ইনজামাম উল হকদের মতো খেলোয়ারদেরও ছবি সরিয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর