Connect with us

ক্রিকেট

পাকিস্তান সফরে মুশফিকের পর এবার রিয়াদের ‘না’

মাহমুদুল্লাহ রিয়াদ

বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা হয়েই চলেছে দিন দিন । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টির জন্য জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

বিসিবি পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইচ্ছুক কিন্তু পিসিবি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে টি-টোয়েন্টির চেয়ে টেস্টের ব্যাপারেই বেশি আগ্রহ প্রকাশ করছে,আর এতেই ঘটেছে বিপদ।

পিসিবি হয়তো ভাবছে,শ্রীলঙ্কার পর বাংলাদেশের বিপক্ষেও যদি টেস্ট আয়োজন করা যায়, তাহলে সেটি হতে পারে পাকিস্তানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ভালোভাবে ফেরার সবচেয়ে ভালো উপায়। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থান যেহেতু খারাপ নয় সেহেতু যদি টেস্টে পাকিস্তান বাংলাদেশকে হারাতে পারে তাহলে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান হয়ে উঠবে আরও শক্ত।

অন্যদিকে অন্যান্য ক্রিকেটারদের সাথে তাল মিলিয়ে এবার মাহমুদুল্লাহ রিয়াদ ও বলেন টি২০ সিরিজ হলেই কেবল তিনি পাকিস্তানে যাবেন নাহয় না। কিন্তু মুশফিকুর রহিম বলেন পাকিস্তানে গিয়ে কোনো ফরম্যাটেই খেলতে চান না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে তিনি প্রথমেই এই ব্যাপারে না করে দিয়েছেন।

তবে জানাগেছে , সল্প সময়ের জন্য হলে অন্য ক্রিকেটাররা পাকিস্তানে খেলতে যেতে রাজি আছেন ।।

এদিকে পাকিস্তান সফরের বেপারে গতকাল বোর্ড মিটিং এ সিদ্ধান্ত চূড়ান্ত হওার কথা থাকলেও সেটা এখনও হয়নি। এমনকি আজ ও কাল ছুটির দিন হওয়ায় রোববার বোর্ড সভার আগে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই বলেও জানায় বিসিবি ।

বিসিবির অন্য একটি সূত্র জানা গেছে টেস্ট ক্রিকেটের স্বার্থে এবং নিজেদের প্রয়োজনেই পাকিস্তানে দল পাঠাতে চায় বাংলাদেশ।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর