এবারের বিশ্বকাপ প্রচন্ডরকম হতাশা নিয়ে শুরু হলো সাউথ আফ্রিকার।
বিশ্বকাপ এলেই সাউথ আফ্রিকার ভেংগে পড়ার গল্প বেশ পুরনোই। কিন্তু প্রথম ৩ ম্যাচেই পরাজয়? এরকম কখনোই কোন ক্রিকেট ভক্ত কল্পনা করেছেন বলে মনে হয় না।
এই বিশ্বকাপ হট ফেবারিট ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে সাউথ আফ্রিকা। বিশ্বকাপের উদ্ভোধনী সে ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড করে ৩১১ রান। জবাবে মাত্র ২০৭ রানে অল আউট হয়ে যায় তারা। ১০৪ রানের বিশাল ব্যাবধানে পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করে সাউথআফ্রিকা।
প্রথম ম্যাচের চাপে নাকি বাংলাদেশের অসাধারণ খেলায় ২য় ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও তারা হারে৷ বাংলাদেশ ২১ রানের মহাকাব্যিক জয় নিয়ে বিশ্বকাপ শুরু করে। সাউথ আফ্রিকা টানা ২ ম্যাচ হারার বিস্বাদ নিয়ে মাঠ ছাড়ে।
২০১৯ সালের বিশ্বকাপে ভারত সবচেয়ে দেরিতে যাত্রা শুরু করে। আজ ভারতের প্রথম ম্যাচ ছিলো, যেখানে সাউথ আফ্রিকার ছিলো ৩য় ম্যাচ। বিশ্বকাপের বেশ আগ থেকেই বিশ্বকাপে ভারতকে অন্যতম ফেভারিট মানা হচ্ছিল। আজ ভারতও অসাধারণ এক জয়ের মাধ্যমে মান করলো কেনো তাদের ফেভারিট তকমা দেয়া হয়। দারুণ এক জয় দিয়ে ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করলো।
প্রথমে কিপটে ও দুর্দান্ত বোলিং করে ২২৭ রানে ভারত সাউথ আফ্রিকাকে আটকে রাখে। এই ম্যাচে ভারতের জন্য আফসোস বলতে একটিই সেটি অসাধারণ বোলিংয়ের পরও প্রতিপক্ষকে অল আউট করতে না পারার। ১ উইকেটের আক্ষেপ নিয়ে ভারত ব্যাটিং শুরু করে।
সাউথ আফ্রিকার হয়ে সেরা দুটি ইনিংস খেলতে ক্রিস মরিস ৪২ ও ডু প্লেসিস ৩৮ রান করেন। ভারতের হয়ে চাহাল ৪টি উইকেট নেন। ভুবনেশ্বর কুমার ও বুমরা ২ টি করে উইকেট পান।
ধীরে সুস্থে ভারত নিজেদের ম্যাচ এগিয়ে নিয়ে যায়। কোনপ্রকার তাড়াহুড়ো তাদের মাঝে লক্ষ্য করা যায়নি। কেনোইবা তাড়াহুড়ো করবে তারা। মামুলি এই লক্ষ্যে নেমে ভারত মাত্র ৪ উইকেট হারিয়ে ৪৭ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌছে যায়।
সাউথ আফ্রিকাও তাদের প্রথম ৩ ম্যাচ পরাজয় নিশ্চিত ও বিশ্বকাপে পরাজয়ের হ্যাট্রিক করলো।
ভারতের হয়ে রোহিত শর্মা সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত ছিলেন তিনি। রাবাদা দুটি উইকেট পান।
সাউথ আফ্রিকা- ২২৭/৯ (৫০ ওভার)
ভারত– ২৩০/৪ (৪৭.৩ ওভার)
ফলাফলঃ ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচঃ রোহিত শর্মা