আর মাত্র দুই মাস পরেই শুরু হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্ট বিশ্বকাপ ক্রিকেট। এই মেগা টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত হচ্ছে বিভিন্ন দেশ। এরই মাঝে নিউজিল্যান্ড দল তাদের বিশ্বকাপের পূর্ণ একাদশ ঘোষণা করে দিয়েছে টুর্নামেন্টের দুই মাস আগেই।
বুধবার ঘোষণাকৃত দলে নিউজিল্যান্ডের পক্ষ থেকে চমক হিসেবে এসেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। তিনি এখনপর্যন্ত কোন ওয়ানডে খেলেননি। মুলত টিম সেইফার্টের ইনজুরির কারণে ভাগ্য খুলেছে এই কিউই ক্রিকেটারের। এই একজন ছাড়া বাকি সবাই নিউজিল্যান্ড দলের নিয়মিত ক্রিকেটার।
মূলত সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড টিমে খুব বেশি কোন পরিবর্তন আসছিল না। ঘুরে ফিরে একই স্কোয়াড খেলাচ্ছিল তারা। ফলে আগে থেকেই তাদের স্কোয়াড সম্পর্কে ধারণা পেয়েছিল সবাই। শেষে টিম সেইফার্টের ইনজুরির জন্য দলে বিশ্বকাপের টিকিট পান টম ব্লান্ডেল। ২৮ বছর বয়সী এই ক্রিকেটারের টেস্ট ও টি২০ খেলা হলেও একদিনের ম্যাচ খেলা হয়নি এখনো। সাথে স্পিনার হিসেবে টড অ্যাস্টলের পরিবর্তে সুযোগ পান ইশ সোধি। এই দুইজনের কে বিশ্বকাপ দলে সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল এতদিন ভক্তদের মাঝে।
বিশ্বকাপ-২০১৫ তে ফাইনাল খেলা নিউজিল্যান্ড দলের এইবারের অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনিংয়ে আছেন মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। সাথে আছেন কলিন মুনরোর মত বিধ্বংসী ব্যাটসম্যান। মিডল অর্ডারে অধিনায়কের সাথে আছেন রস টেইলর ও টম ল্যাথাম। অলরাউন্ডার জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম আছেন এই দলে। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের সাথে আছেন ডানহাতি লেগস্পিনার ইশ সোধি।
ইংল্যান্ডের মাটিতে ভাল পেস আক্রমণ নিয়ে যাচ্ছেন বিশ্বের সব দলই। নিউজিল্যান্ডের পেস আক্রমণের অংশ হিসেবে যাচ্ছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরির। চতুর্থ পেসার হিসেবে আছেন লকি ফার্গুসন। ইনজুরির কারণে বাদ পরতে হয়েছে অ্যাডাম মিলনেকে।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের এই দল নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন দলের কোচ গ্যারি স্টিড। তার মতে ভারসাম্যপূর্ণ একটি দল নিয়েই তারা বিশ্বকাপ সফরে যাচ্ছেন।
বিশ্বকাপে নিউজিল্যান্ড দলঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক),
হেনরি নিকোলস, মার্টিন গাপটিল, কলিন মুনরো, টম ল্যাথাম, রস টেইলর, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন।