Connect with us

ক্রিকেট

শঙ্কামুক্ত মাহমুদউল্লাহ রিয়াদ

mahmudullah

বিশ্বকাপের আগে থেকেই ইনজুরির কবলে বাংলাদেশ দল। তামিম, সাকিব, মুশফিক থেকে আরো অনেকেই ইনজুরিতে ছিল। কয়েকজনের চলছে পুনর্বাসন প্রক্রিয়া। এরই মাঝে আরেক দুঃসংবাদ নিয়ে আসলেন বাংলাদেশ দলের আরেক অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির পক্ষ থেকে পরবর্তীতে তার ইনজুরির খবর নিশ্চিত করা হয়েছে।

কিন্তু আজ তাকে দেখে বোঝার উপায় ছিল না তিনি ইনজুরির কারণে দুই সপ্তাহের বিশ্রামে আছেন। তিনি তার বিশ্রামের সময় শুয়ে বসেও কাটাচ্ছেন না। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছেন কাঁধের উপর চাপ না দিয়ে যেকোন ধরণের কাজ তিনি করতে পারবেন। তার জন্য বিশ্বকাপের প্রস্তুতিতে কোন হেলাফেলা না করে মাহমুদউল্লাহ তার রানিং করে কাটাচ্ছেন ফিটনেস ঠিক রাখার জন্য।

নিউজিল্যান্ড সফরে ডাইভ দিয়ে কাঁধে চোট নিয়ে ফেরেন এই অলরাউন্ডার। চোটের জন্য চলমান ডিপিএল-এ খেলতে পারছেন না তিনি। বিসিবি চিকিৎসক জানিয়েছেন যে চোট এতটাও গুরুতর না হলেও তারা কোন ধরণের ছাড় দিচ্ছেন না। মুশফিকও চোট নিয়ে এশিয়া কাপ খেলেছেন। সাকিবও আঙ্গুলের চোট নিয়ে খেলেছেন। কিন্তু সাকিবের ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা ভয়ংকর আকার ধারণ করে। আবার একই রকম চোট নিয়ে অপারেশনেও যেতে হয়েছে মুস্তাফিজুরকে। তাই তারা কোন ধরণের বাজি লাগছেন না মাহমুদউল্লার পক্ষে।

ইনজুরির কারণে ২ সপ্তাহের বিশ্রামের পর মাহমুদউল্লাহর চোট পুনরায় পর্যবেক্ষণ করবে বিসিবির চিকিৎসক কমিটি। তবে এতেও সুস্থ না হলে অস্ত্রপচার করা হতে পারে। কিন্তু দেবাশীষ চৌধুরি জানিয়েছেন মাহমুদউল্লাহ ব্যাটসম্যান হওয়ায় তার অপারেশন নাও করা হতে পারে।

বিসিবি মনে করছেন যে বিশ্বকাপের দল ঘোষণা করার শেষ তারিখ ২২ এপ্রিল। তারা মনে করছেন যে এর মাঝেই তারা তাকে দলের মাঝে পাবেন। তার সুস্থ হবার জন্য এখনো যথেষ্ট পরিমান সময় আছে। দল ঘোষণা করার আগেই মাহমুদউল্লাহর সেরে উঠার ব্যাপারে আশাবাদী বিসিবি।

কিন্তু বিসিবির উদ্বেগ অন্য জায়গায়। ডিপিএল-এ জাতীয় দলের অনেকেই ফর্মে নেই। তার জন্য তারা মনে করছিলেন মাহমুদউল্লাহ খেলতে পারলে নির্বাচক কমিটির জন্য সুবিধা হত দল বাছাইয়ে।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর