ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ম্যাচে প্রথমে ভালো ব্যাটিং করতে পারলেও বাজে বোলিংয়ের জন্য তারা শেষে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৭ রান তুলে আয়ারল্যান্ড। তবে ব্যাটিংয়ের শুরুতেই উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড, পরে আরেক ওপেনার পাউল স্টারলিঙ্ক এবং এন্ডরেও ভালব্রিন এর হাত ধরে ভালো রান করে আয়ারল্যান্ড দল। যেখানে এন্ডরেও ভালব্রিন সেঞ্চুরি তোলে নিলেও ওপেনার পাউল ইস্টিরলিঙ্ক আউত হয়ে যান ৭৭ রানে। অপরদিকে এন্ডরেও ভালব্রিন খেলেন ১৩৫ রানের এক দুর্দান্ত ইনিংস। পরে অবশ্য কেবিন ওব্রিন এর ব্যাট থেকে আসে ৬৩ রান। দিন শেষে আয়ারল্যান্ড দলের সংগ্রহ ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩২৭ রান। যেখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি উইকেট নেন সানন গাব্রিল আর ১টি করে উইকেট নেন সেল্ডন কট্রিল, কেপ্টেন জেসন হউল্ডার এবং জুনাথন করটার।
৩২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনার সাই হোপ মাত্র ৩০ রানেই থেমে যান গতকালের ম্যাচে। সেই জায়গায় আরেক ওপেনার সুনিল আম্ব্রিস সাই হোপের অনুপস্থিতি বুঝতে দেন নি দলকে। তিনি ১৯ টি চার ও ১টি ছক্কার মাধ্যমে খেলেন ১৪৮ রানের এক দুর্দান্ত ইনিংস। সুনিল আম্ব্রিসের এই দুর্দান্ত ইনিংসয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে জয়ের জন্য কাজটা এতটাই সহজ হয়ে যায়। তাই ওয়েস্ট ইন্ডিজ দল ৩২৮ রানের লক্ষ্য পৌঁছে যায় ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই।
এই জয়ের কারনে ওয়েস্ট ইন্ডিজ দলের ত্রিদেশীয় সিরিজে পয়েন্ট টেবিলে আরও ৪ পয়েন্ট যোগ হল। তারা এখন তিন ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। আর দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ দল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। আর সবার শেষে আছে আয়ারল্যান্ড, তাদের তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট।
গতকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দল আয়ারল্যান্ড এর বিপক্ষে জয়ের ফলে হয়ত অনেকটাই লাভ হয়েছে বাংলাদেশ দলের। কারন প্রথম ম্যাচে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় পায় কিন্তু দ্বিতীয় ম্যাচটি আয়ারল্যান্ড বিপক্ষে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। যার জন্য প্রথম ম্যাচে ৪ পয়েন্ট ও দ্বিতীয় ম্যাচে পয়েন্ট ভাগ হওয়ায় জন্য ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দলের এখন ৬ পয়েন্ট রয়েছে। তাই যদি গতকালের ম্যাচে আয়ারল্যান্ড দল জিততো তাহলে তাদের ৬ পয়েন্ট হত। যার জন্য বাংলাদেশ দলের ফাইনালে উটা নিয়ে একটু সমস্যায় পড়তে হত।
আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ত্রিদেশীয় সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড