Connect with us

ক্রিকেট

ইংল্যান্ড বনাম পাকিস্থান সিরিজের তৃতীয় ম্যাচ আজ

গত ম্যাচে বাটলার এর সেঞ্চুরি উৎযাপন

২০১৯ বিশ্বকাপের পূর্বে, বর্তমানে ইংল্যান্ড সফরে আছে পাকিস্থান দল। আজ সন্ধ্যা ৬ ঘটিকায় অনুষ্টিত হবে ইংল্যান্ড বনাম পাকিস্থানের ওডিআই সিরিজ এর তৃতীয় ম্যাচ।

আজকের ম্যাচ পাকিস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন প্রথম ম্যাচ ম্যাচ বাতিল হবার পর, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড, পকিস্থানের বিপক্ষে জিতে মাত্র ১২ রানে। ঐ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালোই সাফল্য পায় ইংল্যান্ডের ব্যাট সম্মানরা। জস বাটলার তো মাত্র ৫০ বলে ১০০ রান তুলে নেন ঐ ম্যাচে। দিন শেষে ইংল্যান্ড ৩ উইকেটে ৩৭৩ রান তুলেনে সে দিন। এই রানের জবাবে পাকিস্থান দলও কম জায়নি ব্যাটিংয়ে। ফাখার জামান ঐ ম্যাচে পাকিস্থানের হয়ে ১৩৮ রান তুলেন মাত্র ১০৬ বলে। কিন্তু শেষ মুহূর্তে পাকিস্থান কে সামান্যের জন্য হারতে হয় ইংল্যান্ড এর কাছে। তারা মাত্র ১২ রানে হারে ইংল্যান্ডের কাছে। তাই আজকের ম্যাচটি পাকিস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সিরিজে ইংল্যাড ১-০ তে এগিয়ে আছে পাকিস্থান থেকে। তাই আজকের ম্যাচ যদি পাকিস্থান জিতে পারলে ১-১ তে সমতায় ফিরবে। তাই আজকের ম্যাচ পাকিস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আজকে সন্ধ্যা ৬ ঘটিকায় ইংল্যান্ডের মাঠিতে, ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্টিত হবে। আজকের এই ম্যাচটি টিভি চ্যানেল সনি সিক্স সরাসরি সম্প্রচার করবে।

আজকে পাকিস্থান বনাম ইংল্যান্ডের ম্যাচে একাদশে যাদের দেখা যাবে মাঠে তারা হলেন:

ইংল্যান্ড একাদশ:
ক্যাপ্টেন মরগান, জেমেস ভিন্স/ডেবিট উইলি, জেসন রয়, জুয়িই ডেনলি, জয় রুট, বেন স্টক, জনি ব্রেইস্টও, মঈন আলী, ক্রিস ওয়াক্স, টম কোরান, লিয়াম প্লাংকিট।

পাকিস্থান একাদশ:
ইমাম উল হক, ফাখার জামান, বাবর আজম, আসিফ আলী, হারিস সুহেল, সারফারাজ আহ্মদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আস্রাফ, হাসান আলী, শাহিন আফ্রিদি, জুনাইদ খান।

আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, পাকিস্থান, ইংল্যান্ড

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর