২০১৯ বিশ্বকাপ শুরু হবার আর মাত্র কয়েকটি দিন বাকি। তাই বিশ্বকাপে অংশগ্রহন কারি সব দলই প্রস্তুত হচ্ছে এর জন্য।
বিশ্বকাপের পূর্বে আফগানিস্থানের দুই ম্যাচ সিরিজ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে আফগানিস্থান আয়ারল্যান্ডের কাছে হারে ৭২ রানে। ঐ ম্যাচে আয়ারল্যান্ড ২১০ রানের লক্ষ্য দিলেও আফগানিস্থান থামে মাত্র ১৩৭ রানে। কিন্তু দ্বিতীয় ম্যাচ হয়েছে টিক তার উল্ট। দ্বিতীয় ম্যাচে আফগানিস্থান প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। ৩০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড দল মাত্র ১৭৯ রানে থেমে যায়।
দ্বিতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্থান। দলিয় রান ২৫ এর সময় ওপেনার নুর আলী জর্ডান তার উইকেট হারিয়ে ফেলেন। ঠিক সেই সময় দলের হাল ধরেন ওপেনার মুহাম্মাদ সাহজাদ ও রাহমাত শাহ। সেই সময় ওপেনার মুহাম্মাদ সাহজাদ তার ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি তুলে নেন। রাহমাত শাহও হাফ-সেঞ্চুরি করেন। দলিয় রান ১৭৬ এর সময় এই দুই ব্যাটসম্যান উইকেট হারিয়ে ফেলেন। সে সময় ওপেনার মুহাম্মাদ সাহজাদের কাছ থেকে আসে ৮৮ বলে ১০১ রানের এক দুর্দান্ত ইনিংস, আর রাহমাত শাহ করেন ৬০ রান। তাঁদের আউট হবার পরে হাস্নাতুল্লাহ শাহিদির ৪৮ বলে ৪৭ রান ও নাজিবুল্লাহ জাদরান ৩৩ বলে ৬০ রানের ইনিংসটি ম্যাচে আফগানিস্থানের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। পরে দিন শেষে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে আফগানিস্থান ৩০৫ রান করে।
আয়ারল্যান্ড হয়ে ৩টি উইকেট নেন মার্ক এডাইর। ২টি উইকেট নেন এন্ডি ম্যাকব্রিন ও ১টি উইকেট পান রেঙ্কিট।
৩০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড শুরুটা ভালোই করেছিল। কিন্তু ম্যাচের মধাংশে আয়ারল্যান্ড ব্যাটসম্যানরা বোলিং তোপে পড়ে। ওপেনার পাউল স্টারলিংক ৫০ রান করা ছাড়া আর কোন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা আফগানিস্থান বোলারদের কাছে যেন রানই খুজে পাচ্ছিলেন না। শেষে ৪২ ওভার এর সময় আয়ারল্যান্ড ১০ উইকেট হারিয়ে ফেলে মাত্র ১৭৯ রানে।
আফগানিস্থান হয়ে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেন ক্যাপ্টেন গুল্বাদিন নাইব। তিনি ৬টি উইকেট তোলে নেন আয়ারল্যান্ডের। মুলত তার এই দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড দল ১৭৯ রানে থামে। ক্যাপ্টেন এর সাথে বোলিংয়ে ভালোই সঙ্গ দেন অন্যান্য বলাররা।ক্যাপ্টেন ছাড়াও ১টি করে উইকেট পান দাওলাত জর্ডান, আফতাব আলম ও রাহমাত শাহ।
প্রথম ম্যাচে আফগানিস্থান ৭২ রানে আয়ারল্যান্ডের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে তারা জিতে আয়ারল্যান্ডের কাছে ১২৬ রানে। ফলে আফগানিস্থান ২০১৯ বিশ্বকাপের পূর্বে আয়ারল্যান্ডের সাথে সিরিজে ১-১ সমতয় থাকে।
আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, আফগানিস্থান, আয়ারল্যান্ড