২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের নাম ইতিমধ্যে দিয়ে দিয়েছে দক্ষিন আফ্রিকা। দলে আছেন ফাফ ডু প্লেসি অধিনায়ক হিসেবে, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দিলে ফিকোয়াহ, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক আছেন উইকেটরক্ষক হিসেবে, আনরিখ নর্জে, লুঙ্গি এনগিদি, এইডেন মার্করাম, রাসেল ফন ডার ডুসেন, হাশিম আমলা ও তাবরিজ শামসি। এই পনের সদস্যের দল নিয়া বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাবে দক্ষিন আফ্রিকা।
তবে বিশ্বকাপের পূর্বে দক্ষিন আফ্রিকার ডেল স্টেইনের ইঞ্জুরির নিয়ে সন্দেহ করছে টিম ম্যানেজম্যান্ট। গত বৃহস্পতিবার প্রটিয়াসের ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে ডেল স্টেইনের নাম ঘোষণা করা হয়েছেন। কিন্তু ৩৫ বছর বয়সী এই পেসার রোববার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালর হয়ে বোলিং করার সময় কাঁধে অস্বস্তি বোধ করেন। এতে তার কাঁধে আঘাতের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে তার বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহ করছেন অনেকেই।
দক্ষিন আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান- ‘মুল্যায়ন এবং পরবর্তী তদন্তের পরে, তার ডান কাঁধের ফ্লেয়ার আপ নিশ্চিত করা হয়েছে। বিশ্বকাপের পূর্বে ১৯শে মে পুরো ফিটনেস ফিরিয়ে আনতে আমরা সরবাদিক চেষ্টা করবো। তিনি তার প্রয়োজনে তার নিজেস্ব (ডাক্তার) কাঁধ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন। যাতে তাকে খুব তাড়াতাড়ি এটি থেকে পুনরুদ্ধার করার পরিকল্পনা করা হবে। যাতে তাকে তাড়াতাড়ি দলে ফিরিয়ে আনা যায়’।
দক্ষিন আফ্রিকার বিশ্বকাপ ক্রিকেটের সময়সুচিঃ
১ম ম্যাচ ৩০শে মে, বৃহস্পতিবার, ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা, ভেনু- কিয়া ওয়াল।
২য় ম্যাচ ২ জুন, রোববার, দক্ষিন আফ্রিকা বনাম বাংলাদেশ, ভেনু- কিয়া ওয়াল।
৩য় ম্যাচ ৫ জুন, বুধবার, দক্ষিন আফ্রিকা বনাম ভারত, ভেনু- দ্য এজাস বোল।
৪র্থ ম্যাচ ১০ জুন, সোমবার, দক্ষিন আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, ভেনু- দ্য এজাস বোল।
৫ম ম্যাচ ১৫ জুন, নশনিবার, দক্ষিন আফ্রিকা বনাম আফগানিস্তান, ভেনু- এস এস ই।
৬ষ্ট ম্যাচ 19 জুন, দক্ষিন আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, ভেনু- এডবাস্টন।
৭ম ম্যাচ ২৩ জুন, দক্ষিন আফ্রিকা বনাম পাকিস্তান, ভেনু- লর্ডস।
৮ম ম্যাচ ২৮ জুন, দক্ষিন আফ্রিকা বনাম শ্রীলংকা, ভেনু- ইমিরাটস।