Connect with us

ক্রিকেট

ডোপ টেস্টে নিষেধাজ্ঞায় এলেক্স হেলস

alex hales
ইংলিশ ওপেনার এলেক্স হেলস ছবি সূত্রঃ ইন্টারনেট

গত কিছুদিনে বেশ কয়েকবারই সংবাদমাধ্যমের শিরোনাম হিসেবে এসেছেন এলেক্স হেলস। ইংল্যান্ড দলে বর্তমানে অটো চয়েস হিসেবেই আছেন এই ওপেনার ব্যাটসম্যান। যথারীতি ইংল্যান্ডের বিশ্বকাপ দলেও ডাক পান তিনি। কিন্তু কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে দূরে থাকবেন তিনি। মুলত মানসিক বিশণ্নতা নয়, ডোপ টেস্টের কারণে নিষেধাজ্ঞাতে আছেন এই ক্রিকেটার।

ইংলিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে যে, নিষিদ্ধ চাঙ্গা করার ড্রাগ সেবন করার জন্য শাস্তিতে আছেন এই ওপেনার। মূলত ইংল্যান্ড দলে বছরে দুইবার ড্রাগ টেস্ট করা হয়। ডোপ টেস্টে পজেটিভ রেজাল্ট আসার কারণে তিন সপ্তাহের নিষেধাজ্ঞাতে আছেন তিনি।

তিন সপ্তাহের নিষেধাজ্ঞার সাথে বাৎসরিক বেতনের ৫%-ও জরিমানা করা হয়েছে হেলসের। ইসিবি-ও এই নিয়ে মুখ খোলেনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র জানিয়েছেন যে, গোপনীয়তার জন্য তারা মূল ব্যাপারটি কাউকে জানাচ্ছেন না। হেলসের শাস্তি কবে থেকে শুরু হচ্ছে তাও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আগেই দলে ফিরবেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি হবে ৩ মে।

বর্তমানে শাস্তির কারণে কাউন্টি ক্রিকেট থেকেও দূরে আছেন হেলস। কাউন্টি দল নটিংহামশায়ারের সাথেও দেখা যাচ্ছে না তাকে। ইংল্যান্ড জাতীয় দল বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতি আগামী সপ্তাহেই শুরু করবে। কার্ডিফের অনুশীলনেও হেলসকে পাওয়া যাবে কিনা তাও জানা যায়নি ইসিবির গোপনীয়তার কারণে। আশা করা যাচ্ছে বিশ্বকাপের আগেই ইংল্যান্ডের নিয়মিত এই ওপেনারকে দেখা যাবে দলে। অনুশীলনেও যোগ দেবেন তিনি।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর