২০১৯ বিশ্বকাপের পূর্বে আয়ারল্যান্ডের সাথে আফগানিস্থানের দুই ম্যাচ সিরিজ রয়েছে। বিশ্বকাপের পূর্বে এই দুটি ম্যাচ দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ইতিমধ্যে আয়ারল্যান্ড,বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ শেষ হয়েছে। এই সিরিজে আয়ারল্যান্ড খুব একটা ভালো অবস্থানে দেখা যায় নি। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড প্রতিটি ম্যাচেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সাথে হারে। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড দল ব্যাটিং ভালো করলেও বোলিংয়ে খূব একটা ভালো অবস্থানে ছিল না। যার ফলে আফগানিস্থানের বিপক্ষে ম্যাচ দুটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আফগানিস্থানের সাথে আয়ারল্যান্ডের দুই ম্যাচ এর সিরিজ হবে। প্রথম ম্যাচ অনুষ্টিত হবে আজ সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব, বেলফাস্ট এর মাঠে। আর দ্বিতীয় ম্যাচটি অনুষ্টিত হবে আগামী ২১শে মে। দুই দলের জন্য এই সিরিজটি ২০১৯ বিশ্বকাপের পূর্বে খুবই গুরুত্বপূর্ণ। কারন মে মাসের ৩০ তারিখ থেকেই ২০১৯ বিশ্বকাপের আসর বসবে। যার ফলে দুই দলের হাতে সময় খুবই কম। এই সময়ের মধ্যে তাদেরকে তাদের সমস্যা গুলো সমাধান করতে হবে। তাই এ সময়ের মধ্যে দুই দলই তাদের প্রস্তুত করবে ২০১৯ বিশ্বকাপের জন্য।
আয়ারল্যান্ড ও আফগানিস্থান সিরিজের একাদশে যাদের দেখা যেতে পারে তারা হলেন:
আফগানিস্থান দল:
মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, আসগার আফগান, সামিউল্লাহ শানওয়ারি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবদীন নাঈব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আলী জাদরান, হাশমতুল্লাহ শহীদী, ডলাত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, হযরতউল্লাহ জাজাই।
আয়ারল্যান্ড দল:
উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টারলিং, অ্যান্ড্রু বালবিনি, কেভিন ও ব্রায়েন, জর্জ ডকরেল, গ্যারি উইলসন, লরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রিন, জেমস ম্যাককোলাম, বয়েড র্যাঙ্কিন, মার্ক অ্যাডেইয়ার, টিরন কান, ব্যারি ম্যাকার্থি, টিম মুর্তঘা।
আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, আফগানিস্থান, আয়ারল্যান্ড