গতকালের ম্যাচে শ্রীলংকা দল মুখামুখি হয় স্কটল্যান্ডের। বৃষ্টির জন্য দিন শেষে স্কটল্যান্ডের ৩৫ রানে হারতে হয় শ্রীলংকার বিপক্ষে।
টসে জিতে স্কটল্যান্ড ব্যাট করতে পাঠায় শ্রীলংকাকে। ব্যাটিংয়ে নেমেই শ্রীলংকার দুই ওপেনার আভিস্কা ফারনান্দ ও ক্যাপ্টেন ডিমুথ করুনারত্নে দল কে ভালো সংগ্রহ এনে দেন। দুই জনের ব্যাট থেকে আসে ১২৩ রানের জুটি। দলিয় ১২৩ রানের সময় শ্রীলংকা দলের ক্যাপ্টেন ডিমুথ করুনারত্নে ৭৭ রানে উইকেট হারিয়ে বসেন। তিনি আউট হবার আরেক ওপেনার আভিস্কা ফারনান্দ ও কুসাল মেন্ডিস ক্যাপ্টিনের অভাব বুঝতে দেননি দলকে। ক্যাপ্টেনের দেখান পথে এই দুই ব্যাটসম্যান এগুচ্ছিলেন। দলিয় ২০৪ ও ২০৫ রানের সময় এই দুই ব্যাটসম্যান আউট হয়ে যান। সেই সময় দলের হাল ধরেন লাহিরু থিরিমেন। তার ৪৪ রানের ইনিংসটি দলকে পরবর্তীতে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করে।
৫০ ওভারে শেষে শ্রীলংকা দল সংগ্রহ করে ৮ উইকেটে ৩২২ রান। স্কটল্যান্ড হয়ে ৩টি উইকেট নেন ব্রেডলি হুইল। ২টি উইকেট নেন শাফিয়ান শরিফ ও একটি করে উইকেট নেন টম সলি, মার্ক ওয়াট ও মাইকেল লেইস্ক।
৩২২ রানের লক্ষ্যটি স্কটল্যানন্ডের জন্য অনেকটাই কষ্ট সাধ্য ছিল। কারন পয়েন্ট টেবিলে উপরে থাকা শ্রীলংকার বোলিং লাইন আপ অনেক ভালো ছিল তাদের থেকে। কিন্তু স্কটল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ম্যাথু ক্রস ও ক্যাপ্টেন কাইল কোয়েটার দলকে তা প্রথমে বুঝতেই দেননি। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩২২ রানের লক্ষ্যে সঠিক পথে এগুচ্ছিল স্কটল্যান্ড দল। কিন্তু দলিয় ৫১ ও ৫২ রানের সময় স্কটল্যান্ড দুটি উইকেট সাথে সাথে পড়ে যায়। ফলে তারা ব্যাটিংয়ে অনেকটা চাপের মুখে পড়ে। পরে ওপেনার ম্যাথু ক্রস ও জর্জ মুন্সী দলের হাল ধরলেও, দলিয় ১৫৫ রানের সময় তাঁদের কঠিন বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।
বৃষ্টির জন্য খেলার বিরতি দেওয়া হয় কিছু সময়। বৃষ্টি যখন শেষ হয় তখন অনেকটাই দেরি হয়ে যায়। তখন পরিসংখ্যান বিত্তিতে স্কটল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৩৫ রানের। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায় স্কটল্যান্ডের। বৃষ্টির পর ব্যাট করতে নেমে ১৯৯ রানের সময় একে একে সব কটি উইকেট হারিয়ে বসে স্কটল্যান্ড। ফলে শ্রীলংকা দল ৩৫ রানের জয় পায় স্কটল্যান্ডের বিপক্ষে।
শ্রীলংকার হয়ে দুর্দান্ত বোলিং করেন নুয়ান প্রদিপ। তিনি ৭ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট তোলে নেন। তার এই দুর্দান্ত বোলিংয়ের জন্য, তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। নুয়ান প্রদিপ ছাড়াও ২টি উইকেট পান সুরাঙ্গা লুক্মাল ও একটি করে উইকেট পান তিসারা পেরেরা ও ইসুরু উদানা।
আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, শ্রীলংকা, স্কটল্যান্ড