Connect with us

ক্রিকেট

শুভ জন্মদিন তামিম ইকবাল

এভাবেই একহাতে ব্যাট করে ইতিহাস গড়েন তামিম ইকবাল

একে একে লোয়ার অর্ডারের শেষ ব্যাটসম্যানটিও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। বাকি আছেন শুধু দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান, যিনি ততক্ষণে শতকে পৌঁছে গিয়েছিলেন কিন্তু দলের মোট রান লড়াই করার মত যথেষ্ঠ নয়। যেই ওপেনার ইঞ্জুরিতে পরে মাঠ ছেড়েছেন, যার এই টুর্নামেন্ট খেলার স্বপ্ন শেষ,  দেখা গেল শেষ পর্যন্ত একহাতে লড়াই করার জন্য মাঠে ফিরে আসলেন তিনি, যাতে দলের স্কোর আরো কিছু বেশি হয়। প্রতিপক্ষকে কোন ভাবে ছাড় দেয়া যাবে না। এক হাতে মোকাবেলা করলেন সেই বোলারকে, যার বাউন্সারে তিনি ইঞ্জুরি হয়েছেন।

হয়ত কোন রূপকথার গল্পের মতই শোনাচ্ছে। কিন্তু এই গল্পের নায়ক আর কেউ নয়, স্বয়ং তামিম ইকবাল খান। এশিয়া কাপের টুর্নামেন্টে বা-হাতে ইঞ্জুরি হয়ে যার টুর্নামেন্টের স্বপ্নই শেষ হয়ে যায়, তিনি তার দলকে লড়াইয়ের পুঁজি বাড়ানোর জন্য ফিরে আসেন। মোকাবেলা করেন সময়ের অন্যতম সেরা পেসার লাকমলকে, কোনরকমে ডিফেন্স করেন তার বল, এক হাতে!!!

এর পরের ঘটনা সবার জানা। অপরপ্রান্তে ছিলেন দলের আরেক সেরা ব্যাটস্ম্যান মুশফিক। পরের ওভার থেকে শুরু করেন তার বিষ্ফোরণ। ইনিংস শেষ হবার ৩ বল আগে আউট হন তিনি, দলকে তামিমের সাথে ২৬০ এর মত সেইফ রানে পৌঁছিয়ে নিজে ১৪৪ রান করেন।

নিজের দলের প্রতি এই ধরণের ডেডিকেশন এই লেখায় তা হয়তো পুরোপুরি ফুটিয়ে তোলা সম্ভব না। নিজে দেশের তিন ফরমেটেই সর্বোচ্চ রানের অধিকারী, সাথে বাংলাদেশ টিমের একমাত্র ব্যাটসম্যান যার টি-২০ তেও সেঞ্চুরি আছে। তার সম্পর্কে যা লেখা হবে তাই অনেক কম মনে হবে। বিশাল হৃদয়ের অধিকারী এই ব্যাটসম্যানের আজ জন্মদিন। শুভ জন্মদিন বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওপেনার-ব্যাটস্ম্যান তামিম ইকবাল।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর