Connect with us

ফুটবল

আহমেদাবাদে চেন্নাইয়িনের কাছে হারলো আবাহনী

আবাহনী ও চেন্নাইয়িন এর খেলার একাংশ

গতকাল আহমেদাবাদে অনুষ্টিত হয় চেন্নাইয়িন ও আবাহনীর ফুটবল ম্যাচ। উক্ত ম্যাচে আবাহনী ১ গোলের ব্যবধানে হারে চেন্নাইয়িন এর কাছে, তাও গোলটি হয় আত্মঘাতী ভাবে।

চেন্নাইয়িনের মালিক অভিষেক বচ্চন খুব চিন্তিত ছিলেন কালকের ম্যাচটি নিয়ে। কারন দুই দলই একে অপরের বিপক্ষে খেলে আক্রমাংতক ভাবে। তাই যখন আবাহনীর জালে আত্মঘাতী গোল হয় টিক তখন বলিউড তারকা অভিষেক বচ্চন হাত মুষ্টিবদ্ধ করে বাতাসে ঘুষি মারলেন খুশি হয়ে। শেষ পর্যন্ত এএফসি কাপে ঘরের মাঠে বাংলাদেশের চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের বিপক্ষে এক গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএল এর গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন।

বর্তমান সময়ের কথা চিন্তা করলে দেখা যাবে আবাহনীর তুলনায় শক্তিতে অনেক এগিয়ে ভারতের এই ক্লাবটি। আইসিএলে পাঁচবারের মধ্যে দুইবারের চ্যাম্পিয়ন হয় চেন্নাইয়িন। সেই সেরা দলের বিপক্ষে খেলে বাংলাদেশের চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেড। এদিকে ভিসা জটিলতার কারনে আবাহনীর স্ট্রাইকার সানডে চিজোবা ম্যাচের তিন ঘণ্টা পূর্বে আহমেদাবাদে গিয়ে পৌঁছান। শেষ পর্যন্ত সানডে চিজোবা একাদশে যোগ দান করে এবং খেলেনও দুর্দান্ত। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠ ছাড়তে হয় হার নিয়ে।

মাচের প্রথমার্ধের ২১ মিনিট বাংলাদেশ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের দাপটে দাঁড়াতেই পারেনি স্বাগতিক দল চেন্নাইয়িন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছন্দে ফেরে চেন্নাইয়িন। আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস আহমেদাবাদের অ্যারেনা স্টেডিয়ামে ৪-৩-৩ ফরমেশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়েলিংটন প্রিওরিকে সেণ্টারব্যাকে খেলিয়েছেন। আগের ম্যাচের তুলনায় আজ আফগান মাসি সাইগানির সঙ্গে দুর্দান্ত সেন্টারব্যাক জুটি গড়ে তুলেছিলেন এই ব্রাজিলিয়ান খেলোয়াড়। কিন্তু ৭৫ মিনিটে তাঁর আত্মঘাতীক গোলেই ম্যাচের মুড় ঘুরিয়ে দেয়। বদলি খেলোয়াড় থাপার ক্রসে তাঁর পায়ে লেগে বল আবাহনীর জালে জড়িয়ে যায়। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেন্নাইয়িন। এর পর আর কোন দন গোল পায় নি। চেন্নাইয়িন এক গোলে জয়ি হয় আবাহনীর বিপক্ষে।

এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাইয়িন। সমানসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের চ্যাম্পিয়ন দল আবাহনী। বাংলাদেশ ও ভারতের চ্যাম্পিয়ন এই দুটি দল ফিরতি পর্বে ঢাকায় মুখোমুখি হবে এই বছরের ১৫ই মে। এএফসি কাপের গ্রুপপর্বে। দক্ষিণ এশিয়ার চার ক্লাব খেলছে ‘ই’ গ্রুপ হয়ে। আবাহনী ও চেন্নাইয়িনের সঙ্গে অন্য দুইটি দল রয়েছে, নেপালের মানাং মার্সিয়াংদি ও ভারতের মিনার্ভা পাঞ্জাব। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক লড়াই শেষে একটি দল যেতে পারবে দ্বিতীয় পর্বে।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর