কোপা আমেরিকার আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে কোপা আমেরিকার প্রস্তুতির সময় পায়ে আঘাত পেয়েছেন নেইমার। তাই বর্তমানে বিশ্রামে আছেন তিনি। বিশ্রামে থাকা অবস্থায় তার নতুন আরেকটি সমস্যা দেখা দেয়।অভিযোগ উঠেছে তার মাধ্যমে ধর্ষণের শিকার হয়েছে একজন নারি।
অভিযোগটি অবশ্য তিন-চার দিন পূর্বে উঠেছে। এ বিষয়টি নেইমার ও নেইমারের পরিবার এড়িয়ে গেলেও এখন তিনি ন্তুন সমস্যায় পড়েন। যে নারী ধর্ষণের অভিযোগ করেছিলেন, তার সাথে নেইমারের ব্যক্তিগত মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করায় হয়। এরপর থেকে নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।
ব্রাজিল দল কোপা আমেরিকা প্রস্তুতির জন্য গ্রানিয়া কোমারি ফুটবল কমপ্লেক্সে অবস্থান করছে। প্রস্তুতি সময় নেইমারের সঙ্গে কথা বলতে সেখানেই হাজির হয়েছিল পুলিশ। তবে সে সময় সেখানে ছিলেন না নেইমার। তাকে সে জায়গায় না পেয়ে পুলিশ তাকে থানায় হাজির হবার জন্য বলেছে।
ধর্ষণের অভিযোগের পর নিজেকে নির্দোষ দাবি করে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি বলেন- এই বছরের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত অভিযোগকারী নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে তাঁর আলাপ হয়। সেগুলো মিলিয়ে এই ভিডিওটি তৈরি করেছেন, তাকে ফাঁদে ফেলার জন্যই। আর এটি প্রমান সরুপ হিসেবেই এই ভিডিও শেয়ার করেছেন বলে জানান নেইমার।
এ ভিডিও ছাড়ার পর নেইমার নতুন সমস্যায় পড়েন। সে ভিডিওতে অভিযোগকারী নারীর ব্যক্তিগত মুহূর্তের অনেক ছবি ব্যবহার করান তিনি। তাই নেইমার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ।
অপরদিকে ব্রাজিল দলের দর্শকরা তাকিয়ে আছে নেইমারের দিকে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলার জন্য। তাই তারা সবাই নেইমারের সাথে আছেন বলে জানিয়েছেন। কিন্তু বর্তমানে এ ঘঠনার যে অবস্থান তাতে যেকোন সময় যেকোন কিছু হতে পারে নেইমারের ওপর।
আরো সংবাদ: খেলার পাতা