Connect with us

ফুটবল

নতুন স্টেডিয়াম নির্মান করবে ইন্টার ও এসি মিলান

milan

ইতালির মিলানের দুই ক্লাব ইন্টার মিলান ও এসি মিলান যৌথ প্রকল্পে নতুন স্টেডিয়াম ঘোষনা করতে যাচ্ছে। তারা সান সিরো এর পুনর্নবীকরণ আপাতত স্থগিত রাখছে।

ইন্টারে চিফ এক্সিকিউটিভ, অ্যালেসান্ড্রো আন্টোনেলো জানান যে, তারা সান সিরোএর পাশেই নতুন স্টেডিয়াম নির্মান করবেন। সাথে পুরাতন স্টেডিয়ামটিও তারা ভেঙ্গে ফেলবেন। এইটাই তাদের নতুন কাজটি এগিয়ে নিয়ে যাবার সর্বোত্তম পন্থা।

তিনি এই নিয়ে বলেন যে, আধুনিক ফুটবলের গুরুত্বপূর্ণ সম্পদ হল স্টেডিয়াম। তারা তাদের স্টেডিয়াম নিয়ে কাজ করছেন। শীঘ্রই তাদের পরিকল্পনা মেয়রকে জানানো হবে।

সান সিরোকে আধুনিক স্টেডিয়ামে উন্নতিকরণ করলে তা আরো বেশি সময় নিত সাথে প্রচুর অর্থও লাগত। সাথে এর জন্য ইন্টার ও এসি মিলানকেও অন্যত্র খেলতে হত। নতুন স্টেডিয়াম নির্মানে এই ধরণের কোন সমস্যা হবে না।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর