Connect with us

ফুটবল

প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশের যুবারা

football

এএফসির অনূর্ধ্ব–২৩ এর বাছাইপর্ব দক্ষিণ এশিয়ার দেশগুলোর কাছে দুঃস্বপ্নের অপর নাম। প্রতিপক্ষের বিপক্ষে হজম করতে হয় অনেকগুলো গোল। এবার বাছাইপর্বে অংশ নিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও মালদ্বীপ। তাও বাংলাদেশ দলের সুখবর যে একটি ম্যাচ জয় পেয়েছে। তাও এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

সদ্য অনুষ্ঠিত বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পেয়েছে ২-০ গোলে। অন্য দুই ম্যাচে হারে বাহরাইন ও ফিলিস্তিনের বিপক্ষে একই ব্যাবধানে, ১-০ তে। এই ধরণের পারফর্মে প্রশংসাও কুড়িয়ছে বাংলাদেশের যুবারা। কিন্তু একই গ্রুপে থাকা শ্রীলঙ্কার হজম করতে হয়েছে মোট ২০ গোল।

প্রতিবেশি দেশ ভারত ছিল গ্রুপ ‘এফ’ এ। সেখানেও একই সমস্যার মুখোমুখি হতে হয় তাদেরও। মোট হজম করতে হয় ৫ গোল। বিপক্ষে উজবেকিস্তান ও তাজিকিস্তান। আর বাকীদের অবস্থা আরো বেশি শোচনীয়।

অন্যদের থেকে নিজেদের হারের তুলনা করা হলেও তা বাংলাদেশ দলের জন্য বোকামি ছাড়া কিছু নয়। তবুও এই ধরণের পারফর্মেন্স নিজেদের আত্মবিশ্বাস একটু হলেও বাড়াতে পারে।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর