Connect with us

ফুটবল

বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম লেগে বাংলাদেশের জয়

রবিউলের একমাত্র গোলে বাংলাদেশ লাউসের বিপক্ষে প্রথম লেগে জয় পায়

বিশ্বকাপের প্রাক বাছাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ২০২২ কাতার বিশ্বকাপে কোন কোন দল খেলবে সেটা এই বাছাইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে। লাউসের বিপক্ষে আজকের ম্যাচ দিয়ে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন শুরু হয়।

জেমি ডে’র অধীনে বাংলাদেশ দল বেশ ভালোই করছে৷ আগে কালে ভদ্রে যেখানে জয় দূরে থাক ড্র করলেই শান্তনা পাওয়া যেতো এখন আমরা মাঠেই নামি জেতার জন্য।

আজ প্রাক বাছাইয়ের এওয়ে ম্যাচে লাউসের মুখোমুখি হয় বাংলাদেশ দল। প্রথমার্ধের প্রায় পুরো সময় বলের দখল লাউসের কাছেই ছিলো। প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ভাবে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গা ঝাড়া দিয়ে উঠে। বলের দখলে মনোযোগ দিয়ে আক্রমনে উঠার চেষ্টা করতে থাকে। কিন্তু কোন ভাবেই কিছু করতে পারছিলো না। ম্যাচের ৭২ মিনিটে অধিনায়ক জামাল ভুইয়ার বাড়িয়ে দেয়া দারুণ এক বল থেকে তরুণ স্ট্রাইকার রবিউল ইসলাম গোল করেন।

এর আগে রবিউল অবশ্য প্রায় ফাকা জায়গায় দাঁড়িয়ে একটা গোলের নিশান মিস করেছিলেন। ১ গোলের পর বাংলাদেশ আর কোন গোল দিতে সমর্থ হয়নি এবং নিজেদের গোলবার অক্ষত রাখে।

এতেই বাংলাদেশ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

আগামী ১১ জুন ঢাকায় ফিরতি লেগে বাংলাদেশ লাউসের মুখোমুখি হবে। এওয়ে গোলের সুবিধা থাকায় কেবল ড্র করলেও চলবে। আর জিততে পারলে তো কথাই নেই। পরবর্তী স্টেজে যেতে এই ২ লেগের ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ।

এভাবে যদি বাংলাদেশ ৪টি স্টেজ পার হতে পারে তাহলে দক্ষিণ এশিয়া থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

1 মন্তব্য

1 Comment

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর