বলতে গেলে লা-লিগাতে আর কোন কিছু চাওয়া পাওয়া নেই রিয়াল মাদ্রিদের। উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকেও ছিটকে পরেছে এবার টানা তিন বারের এই চ্যাম্পিয়ন দলটি। রোনালদো আর জিদান ক্লাব ছাড়ার পর অনেকটাই অগোছালো হয়ে গিয়েছিল তারা। কিন্তু সিজন শেষে আবার ম্যানেজার হিসেবে জিদানের প্রত্যাবর্তনের পর পুনরায় আলো দেখাতে শুরু করেছে তারা।
ঘরের মাঠে হুয়েস্কার বিপক্ষে কাল খেলে রিয়াল মাদ্রিদ। নিজের ঘরের মাঠে জয় আনতে বেগ পেতে এই চ্যাম্পিয়ন দলটির। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেউ এই স্প্যানিশ জায়ান্টরা। ৩-২ এর নাটকীয় জয় পায় রিয়াল মাদ্রিদ। জয়ে সবচেয়ে বড় অবদান ছিল বেনজামার। যিনি দুটি গোল করানোর সাথে সাথে নিজেও করেছেন একটি গোল ম্যাচের অন্তিম মূহুর্তে।
খেলা শুরু হতে না হতেই গোল দেন হুয়েস্কার হার্নান্দেজ। ম্যাচের তৃতীয় মিনিটেই সান্তিয়াগো বার্নাব্যুকে স্তব্ধ করে দেয় এই ফুটবলার। পরে রিয়ালের ত্রানকর্তা হিসেবে আসেন ইসকো। ২৫ মিনিটে তার গোলেই সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে গোলের ব্যাবধান বাড়ায় রিয়াল। গোল করেন ড্যানি সেবায়োস। কিন্তু খুব বেশি সময় নিরাপদ থাকতে পারে নি তারা। ৪ মিনিটেই গোল করে স্বাগতিকদের আবারো চাপে রাখে হুয়েস্কার এতেক্সিয়েটার।
রিয়ালের একের পর এক আক্রমণে ত্রাহি অবস্থা হুয়েস্কার। কিন্তু গোল পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। তখনই ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে মার্সেলোর পাস থেকে রিয়ালকে জয় উপহার দেন করিম বেনজামা। ফরাসি স্ট্রাইকারের এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই গোলের ফলে নতুন এক রেকর্ডও গড়ে এই স্ট্রাইকার। এই রেকর্ড স্প্যানিশ ফুটবলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় মেসি বা রিয়ালের সাবেক খেলোয়াড় রোনালদো কেউই করতে পারে নি।
গতকালকের ম্যাচ নিয়ে এই নিয়ে ৩৪ দলের বিপক্ষে খেলেছেন তিনি। গোল করেছেন সবগুলো দলের বিপক্ষে। যেই রেকর্ড নেই মেসি বা রোনালদোরও।
রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতা ৩৩ দলের মাঝে ৩২ দলের বিপক্ষেই গোল করেছেন। আর তার প্রতিদ্বন্দ্বী মেসি, ৪০ প্রতিপক্ষের বিপক্ষে ৩৭ প্রতিপক্ষকে তার পায়ের জাদু দেখিয়েছেন। যে হুয়েস্কার বিপক্ষে মেসি পর্যন্ত গোল দিতে পারেননি বেনজামা তা করে দেখিয়েছেন।
সিজনে রিয়াল মাদ্রিদের পক্ষে সর্বোচ্চ গোলও বেনজামার। তার গোলের কারণেই জয় নিয়ে রিয়াল মাদ্রিদ এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে, দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ২ পয়েন্ট পিছিয়ে। শীর্ষে থাকা বার্সালোনার পয়েন্ট ৬৯। অ্যাটলেটিকো মাদ্রিদের ৫৯ ও রিয়াল মাদ্রিদের ৫৭।