Connect with us

ফুটবল

রোনালদোর হ্যাট্রিকে পর্তুগাল ফাইনালে

বিশ্বকাপে স্পেনের সাথে ফ্রিকিকে গোলের পর প্রথম বারের মতো আবারো ফ্রি কিকে গোল পেলেন রোনালদো

এ সাপ্তাহ যেনো রোনালদোর জন্য সোনায় সোহাগা। কিছুদিন আগেই ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পান রোনালদো৷ গত বিশ্বকাপে স্পেনের বিপক্ষে রোনালদো অসাধারণ এক ফ্রি কিকে গোল করে হ্যাট্রিক করেছিলেন৷ এরপর সময়ের হিসাবে প্রায় ৩৫৫ দিন চলে গেলো। রোনালদো নিজ দলকে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে দেখলেন। লুকা মদ্রিচের কাছে ব্যালন ডি অর হারালেন। রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি জমালেন।

জুভেন্টাসে গিয়ে রোনালদো ঠিকই গোল পেয়েছেন। চ্যাম্পিয়নস লীগে গিয়ে হ্যাট্রিকও করে দলকে পরের রাউন্ডে নিলেন৷ কিন্তু ফ্রি কিক থেকে আর গোল পাওয়া হচ্ছিল না।

সেই ফ্রি কিক থেকে গতকাল নেশনস কাপের সেমি ফাইনালে রোনালদো গোল করে ফ্রি কিকে গোলের গেরো আবারো খুললেন। ম্যাচের ২৫ মিনিটে নেয়া সে ফ্রি কিকে রোনালদো গোল করেন সুইজারল্যান্ডের বিপক্ষে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ভয় ধরিয়ে দেয়। কিন্তু রোনালদো যে দলে খেলেন তাদের আবার ভয় কিসের?

রোনালদো দেখালেনও তাই। রোনালদো ম্যাচের ৮৮ ও ৯০ মিনিটে গোল করে নিজের হ্যাট্রিক পুরণ করেন, দলকে নিয়ে যান ফাইনালে

এই হ্যাট্রিকে জাতীয় দলের হয়ে রোনালদোর গোলের সংখ্যা ৮৮ তে দাড়াল। বর্তমানে খেলছেন এরকম কোন খেলোয়ারেরই জাতীয় দলের হয়ে গোল সংখ্যা রোনালদোর চেয়ে বেশি নেই। ইরানের আলী দাইয়ী যিনি জাতীয় দলের হয়ে গোল সংখ্যায় সর্বকালের সেরা বলে বিবেচিত হন তাকে স্পর্শ করতে রোনালদোর আর মাত্র ২১ গোল লাগে।

আজকের হল্যান্ড ও ইংল্যান্ডের মাঝে ২য় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে রোনালদোর পর্তুগাল ওয়েফা নেশনস লীগের ফাইনাল খেলবে।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর