Connect with us

ফুটবল

লিভারপুলে বর্ণবৈষম্যের শিকার এশিয়ান পরিবার

liverpool

লিভারপুলের একজন সমর্থক থেকে বর্ণবৈশ্যম্যের শিকার হয়েছে এশিয়ার এক পরিবার। পরিবারের পিতা পরবর্তীতে মার্সিসাইড পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তাদের সাহায্যের জন্য।

উত্তর আয়ারল্যান্ডের বালিমেনা থেকে ৩৭ বছর বয়সী আমির মালিককে সোমবার সাইবার্ট ম্যাজিস্ট্রেটস কোর্টে স্থগিতাদেশ দেয়া হয়। পরবর্তীতে তিনি টুইটারে এসে ঘটনা নিয়ে টুইট করেন। তিনি হয়রানি, জাতীয়গত হুমকি বিভিন্ন অপমানমূলক আচরণের কথা স্বীকার করেন।

শনিবার মিলান গ্লিরির বিরুদ্ধে লিভারপুল লিজেন্ডেস চ্যারিটি ম্যাচ চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে। এর জন্য পরবর্তীতে অপরাধীকে এনফিল্ড থেকেও নিষিদ্ধ ঘোষনা করা হয়।

মঙ্গলবার বৈষম্যের শিকার মালিক টুইট করেন যে, শনিবার এলএফসি গেমসে তিনি ও তার ছয় বছরের ছেলেকে হেয় করে। তখন তার সাথে মার্সে পুলিশকে যেভাবে ব্যাবহার করে তার ধন্যবাদ তারা প্রাপ্য।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর