Connect with us

ফুটবল

হারতে জানেন না জিদান

দ্বিতীয় দফায় রিয়ালের কোচ জিদান

কোচ যখন জিনেদিন জিদান জয় তখন নিশ্চিতই ধরা যায়। কেননা ‘হার’ শব্দটা তার অভিধানে নেই। কোচ হয়ে আজঅব্দি যতগুলো ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন, তার কোনটিই এখন পর্যন্ত হারেনি রিয়াল।

প্রথম দফায় কোচ হওয়ার পর, একের পর এক ট্রফি জিতে অনেকটা তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ২০১৬ সাল থেকে জিদানের অধীনে খেলা সবগুলো ম্যাচ জিতেছে রিয়াল। তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, দুই বার ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল, দুই বার ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল, এমনকি একবার খেলা স্প্যানিশ সুপার কাপের ফাইনালও জিতেছে দলটি । এই ৮ টি ট্রফির পাশাপাশি তখন জিতেছিলেন লা লিগার শিরোপাও।

এবার দ্বিতীয় দফায় কোচ হিসেবে রিয়ালে ফিরেছেন তিনি। আগামীকাল সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে খেলায় রিয়ালের কোচ যখন জিদান, তখন শিরোপা রিয়ালের ঝুলিতেই জমা হবে বলে সবার বিশ্বাস।

২০১৮ -২০১৯ এ জিদান চলে যাওার পর রিয়াল যেন তার ছন্দই হারিয়ে ফেলে,তাই হয়ত রিয়ালকে পুরানো ছন্দে ফিরিয়ে আনার জন্যই জিদানকে আবার কোচ হিসেবে নিয়ে আসা।

এখন দেখার পালা কোচ হিসেবে দ্বিতীয় দফা তার কেমন কাটে।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর