Connect with us

ফুটবল

২০১৭ সালের পর আবারও ফাইনালে মাদ্রিদ

স্প্যানিশ সুপার কাপ ফাইনালে মাদ্রিদ

গত ৮ জানুয়ারী বুধবার সেমি-ফাইনালে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ,ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে পরাজিত করে ,রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপ ফাইনালে নিজেদের খেলাকে নিশ্চিত করেছে।

মৌসুমের প্রথমে ভক্তদের হৃদয়ে যে আক্ষেপটি ছিল তা হল এল ক্লাসিকোর গোলশূন্য ড্র।তবে মনে হচ্ছে ভক্তদের সেই আক্ষেপ এবার শিগগিরই পূরণ হবে ।ফাইনালে আরেকটি এল ক্লাসিকো দেখার সুযোগ রয়েছে ভক্তদের,যদি দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনাও নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারে তাহলে ।

এবারই প্রথম চার দলের সুপার কাপ হচ্ছে, আর সেটা হচ্ছে সৌদি আরবে। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ।আর সেখনেই ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল জিনেদিন জিদানের মাদ্রিদ।

শুরু থেকেই রিয়াল ভাল খেলতে থাকায় ইনজুরির কারণে মাঠে না নামতে পারা গ্যারেথ বেল ও করিম বেনজেমার অনুপস্থিতিও তেমন একটা ভুগায়নি দলকে ।

খেলার ১৫তম মিনিটে তারা ক্রুসের গোলে এগিয়ে যায় । ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। ৬৫তম মিনিটে আরেকটি দারুণ গোল করেন মদ্রিদ। এরপর ভালেন্সিয়া বেশ চাপ তৈরি করে ৭৫ ও ৭৯তম মিনিটে দুটি সুযোগ পেলেও গোলরক্ষক থিবো কের্তোয়ার কারনে সুযোগটি কাজে লাগানো সম্ভব হয়নি তাদের পক্ষে।

খেলা শেষ হওয়ার আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্পট কিকে একটি গোল করে পরাজয়ের ব্যবধান কম করেন পারোহো। মাদ্রিদের তিন গোলের সবকটিই এসেছিল মিডফিল্ডারদের পা থেকেই।

দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। আর ১২ জানুয়ারি হবে ফাইনাল।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ফুটবল - এর আরও খবর