Connect with us

বাংলাদেশ

জাতীয় রাগবিতে শিরোপা জয় বাংলাদেশ সেনাবাহিনীর

rugby

কিছুদিন আগেই শুরু হয়েছিল বাংলাদেশের জাতীয় রাগবি টুর্নামেন্ট। বাংলাদেশ রাগবি ফেডারেশন ও ইসলামি ব্যাঙ্কের সহায়তায় চলছিল “৮ম ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাঙ্ক লিমিটেড জাতীয় রাগবি টুর্নামেন্ট”

বাংলাদেশ রাগবি ফেডারেশন ও ইসলামি ব্যাঙ্কের সহায়তায় চলমান টুর্নামেন্টে প্রথম থেকেই ভাল খেলে আসছিল বাংলাদেশ সেনাবাহিনীর দল। তারই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন হয় এই দল।

ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ সেনবাহিনী ও চট্টগ্রাম জেলা দল। সেনাবাহিনীর দল ফাইনাল জেতে ৫৭-০ পয়েন্টে। তৃতীয় ও চতুর্থ স্থান দখলকারী দল যথাক্রমে বাগেরহাট জেলা ও দিনাজপুর জেলা।

বাংলাদেশ সেনাবাহিনীর দল এই নিয়ে চতুর্থবারের মত চট্টগ্রাম দলকে হারায়। বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে আসেন প্রধান অতিথি হিসেবে। তার সাথে আরো ছিলেন, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল জাহির, সাধারণ সম্পাদক মৌসুম আলী এবং রাগবি ফেডারেশনের আরো অনান্য কর্মকর্তারা।

 

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

বাংলাদেশ - এর আরও খবর