Connect with us

ক্রিকেট

পাকিস্তান ২০১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের তালিকা প্রকাশ করলো

২০১৯ বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের ১৫ সদস্যের তালিকা

এবারের ২০১৯ বিশ্বকাপের জন্য পাকিস্তান ১৫ জন সদস্যের নাম প্রকাশ করলো। পাকিস্তান ব্যাটিং লাইন দিকে লক্ষ্য করলে দেখা যাবে, ফখর জামান ও ইমাম–উল–হকের পাশাপাশি তৃতীয় ওপেনার হিসেবে আবিদ আলীকে স্কোয়াডে রাখা হয়েছে এবার। মাত্র ২ দুই ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন আবিদ অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। মিডলঅর্ডারে আছেন বাবর আজম, শোয়েব মালিক ছাড়াও মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল ও সরফরাজ । হাফিজকে রাখা হলেও তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন পাকিস্তান দলের নির্বাচকেরা।
পাকিস্তান ১৫ জন সদস্যের স্কোয়াডে মোট পাঁচ পেসার রাখা হয়েছে – জুনায়েদ খান, হাসনাইন, শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ ও হাসান আলী। স্পিন আক্রমণে লেগি শাদাব খান ছাড়াও আছেন শোয়েব মালিক ও হাফিজ।
তবে এ ১৫ জনের স্কোয়াডে জায়গা হয় নি মোহাম্মদ আমিরের, তাকে নিয়ে পূর্বেই প্রশ্ন উঠেছিল তিনি কি ১৫ জন সদস্যের দলে থাকবেন কি না? শেষে তার বদলে দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি পেসার জুনায়েদ খান ও ১৯ বছর বয়সী মোহাম্মদ হাসনাইনকে। তবে বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ আমির ও আসিফ আলীকে দলে রেখেছেন নির্বাচকেরা।
আমিরের বিশ্বকাপ দলে থাকা না–থাকা নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন পাকিস্তান দলের নির্বাচকেরা। তবে অনেকেই মনে করেন, ইংলিশ কন্ডিশনে কার্যকর ভূমিকা রাখতে পারতেন বাঁহাতি এই পেসার। বিশ্বকাপ দলে জায়গা না পেলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমির ও আসিফ আলীকে স্কোয়াডের সঙ্গে রাখা হয়েছে। আগামী ২৩ মে-র মধ্যে বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে প্রতিটি দল। পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম–উল–হক বলেন, ‘আমরা সম্ভাব্য সেরা স্কোয়াডই বেছে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলটা রাখার চেষ্টা করেছি।’

পাকিস্তানের ২০১৯ বিশ্বকাপ স্কোয়াডে আছেন:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলী, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন ও হারিস সোহেল।

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর