Connect with us

ক্রিকেট

কথা দিয়ে কথা রাখলেন সৌম্য সরকার

দুর্দান্ত ফর্মে সৌম্য সরকার

সৌম্য সরকার বর্তমানে ব্যাটিংয়ে আছেন দারুণ ফর্মে। আয়ারল্যান্ডে উদ্দেশ্যে যাবার পূর্বে ঘরোয়া ক্রিকেটে রান পেয়েছেন সৌম্য সরকার। সেই একই ধারাবাহিকতায় ত্রিদেশীয় সিরিজের শুরুটাও করেছেন তিনি ভালো।

আয়ারল্যান্ডে যাবার পূর্বে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিকে রান পাচ্ছিলেন না সৌম্য সরকার। তাই বিশ্বকাপের ১৫ সদস্যের দলে থাকায় বিভিন্ন প্রশ্ন উঠে ছিল তাকে নিয়ে। কেউ কেউ আবার বলেন যে ঘরোয়া লিগে যার রান নেই সে আবার বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে কেমন অবদান রাখবে?

ঠিক তখনই ঘরোয়া লিগের শেষের দিকে এসে সৌম্য সরকার নিজেকে খুজে পেয়েছেন ব্যাটিংয়ে। ঢাকা প্রিমিয়ার লিগের শেষের দিকে প্রথম ম্যাচে করেন ১৬৮ রান। কিন্তু তিনি সন্তুষ্ট ছিলেন না এই রান নিয়ে। তিনি তখন বলেছিলেন আরেকটু দেখে খেললে হয়ত ইনিংসটা আরও বড় করা যেত। তার ঠিক পরের ম্যাচে ২০৫ রান করে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দিয়েছিলেন দলকে।

ঢাকা প্রিমিয়ার লিগের পর বাংলাদেশ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডে যাবার পূর্বে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন- আমি আমার ব্যাটিং পালটাবো না, পালটাবো আমার চিন্তা ভাবনা। তার যথার্থ প্রমান পাওয়া গেল গতকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ের সময়। তামিম ইকাবালের সাথে ওপেনিংয়ে নামেন সৌম্য সরকার। ২৬২ রানের জন্য ব্যাটিংয়ে নামেন এই দুই ওপেনার। কিন্তু সে সময় তামিম ইকবাল কে দেখা যায় অনেকটাই ধীর গতিতে খেলতে, সেই জায়গায় সৌম্য সরকার খেলেছেন অনেকটাই মারমুখি হয়ে। তিনি ১০৮.৩৮ স্ট্রাইক রেট নিয়ে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন গতকাল। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ওপেনিং ব্যাট থেকে আসে ১৪৪ রানের ইনিংস। যার কারনেই বাংলাদেশ দল সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বর্তমানে সৌম্য সরকার খেলছেন নিজের মত করে, তাইতো রানও পাচ্ছেন ভালো। ম্যাচ শেষে সৌম্য সরকার সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- খেলাতে তো হার জিত সব সময়ই থাকে। সেই যায়গায় একজন খেলয়াড়েরও ভালো ও খারাপ সময় থাকে। আর বর্তমানে আমি যে ভালো সুযোগ পেয়েছি তা আমি কাজে লাগানোর চেষ্টা করবো।

সৌম্য সরকার এখন যদি তার এই রানের গতি ধরে রাখতে পারেন। আর ওপেনিংয়ে তামিম ইকবাল এর সাথে যদি ভালো জুটি গড়তে পারেন। তাহলে হয়ত বাংলাদেশ দলের ত্রিদেশীয় সিরিজে এবং ২০১৯ বিশ্বকাপে ভালো কিছু অর্জন করা সম্ভব।

আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: সৌম্য সরকার, ক্রিকেট, বাংলাদেশ

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর