ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের সাথে এই প্রথম মুখামুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্টিত হবে আজ, বাংলাদেশ সময় ৩.৪৫ মিনিটে। জিটিভি চ্যানেল সম্পূর্ণ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
ত্রিদেশীয় সিরিজের পূর্বে বাংলাদেশ দল আয়ারল্যান্ড এ দলের সাথে হারলেও। সরাসরি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখামুখি হবে এই প্রথম। এর পূর্বে ৯ই মে তারিখে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ এর ম্যাচটি অনুষ্টিত হয় নি বৃষ্টির জন্য। তাই দুই দলই পয়েন্ট ভাগাভাগি করেনে সে সময়।
অপরদিকে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজে এখনো জয়ের আলো দেখেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব ম্যাচেই আয়ারল্যান্ড হেরে যায়। যার ফলে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পূর্বে ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে চলে যায়। অন্যদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ও দ্বিতীয় ম্যাচে হারায় এবং এক ম্যাচে আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। যার ফলে বাংলাদেশও ত্রিদেশীয় সিরিজে ফাইনালে চলে যায়। তাই ফাইনালে বাংলাদেশ দলের দেখা হবে আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে। আজকের ম্যাচ শুধুই আনুষ্টানিকতা। বাংলাদেশ আজকে যদি আয়ারল্যান্ডের সাথে হারে তাতে কোন সমস্যা হবে না। তবে আয়ারল্যান্ডের সাথে আজকের ম্যাচে বাংলাদেশের ইংলিশ সাথে খেলার অভিগ্যতা অনেক কাজে লাগবে ২০১৯ বিশ্বকাপের জন্য।
আজকের ম্যাচে বাংলাদেশ একাদশ ও আয়ারল্যান্ড একাদশে কারা থাকবে এক নজরে তা দেখে নেওয়া যাক:
আয়ারল্যান্ড একাদশ যারা থাকতে পারেন :
ক্যাপ্টেন উইলিয়াম পটারফিল্ড, এন্দ্রউ বাল্ব্রিন, জিয়রগে ডক্রিল, জস লিটিল, এন্দ্রউ মেক ব্রিন, বেরি মেকারটি, জেমস মেক্কালাম , টিম মুরতাগ, কেবিন ওভ্রিন, ব্যদ রেঙ্কিন, পাউল ইস্টিরলিংক, ইস্টারট থম্পসন, লরকান টুকার, গেরি উইলসন।
বাংলাদেশ একাদশে যারা থাকতে পারেন:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রাহিম, মুহাম্মাদ মিটুন, মাহমুদুল্লাহ, সাব্বির রাহমান, ক্যাপ্টেন মাশরাফি মরতুজা, মেহদি হাসান, আবু জাহিদ, মুশ্তাফিজুর রহমান, লিটন দাস, মুসাদ্দেক হোসেন, মুহাম্মাদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, নাঈম হাসান, ইয়াসির আলী, তাস্কিন আহমদ, ফরহাদ রেজা।
আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড