ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির জন্য। কিন্তু গতকাল ত্রিদেশীয় সিরিজে দ্বিতীয় ম্যাচে দেখা হয় বাংলাদেশ দলের আয়ারল্যান্ডের সাথে।
টসে জিতে গতকাল প্রথম ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। দিন শেষে তারা সংগ্রহ করে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান। যেখানে ওপেনার পাউল ইস্টিরলিঙ্ক করেন ১৪১ বলে ১৩০ রান। আর ক্যাপ্টেন উইলিয়াম পটারফিল্ড করেন ১০৬ বলে ৯৪ রান। মুলত আয়ারল্যান্ড দল এই দুই জনের হাত ধরেই ২৯২ রান সংগ্রহ কর। কারন গতকালের ম্যাচে আয়ারল্যান্ড দলের এই দুই ব্যাটসম্যান পরে সবারই আশা যাওয়ার মধ্যে দেখা যায়।
অন্য দিকে গতকালের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন আবু জাহেদ। তিনি ৯ ওভারে ৫৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। ২টি উইকেট নেন মুহাম্মাদ সাইফুদ্দিন এবং ১টি উইকেট নেন রুবেল হোসেন। সাকিব, ক্যাপ্টেন মাসরাফি এবং মুসাদ্দেক গতকালের ম্যাচে কোন উইকেটের দেখা পাননি।
২৯২ রানের তাড়া করতে গিয়ে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস ভালো সংগ্রহ এনে দিয়েছেন। দুজনের ব্যাট থেকে আসে ১১৭ রানের জুটি। দলিয় রান ১১৭ ,তখন তামিম ইকবাল আউট হয়ে যান রেঙ্কিন এর বলে ৫৩ বলে ৫৭ রান করে। পরে লিটন দাস এর সঙ্গ সাকিব আল হাসান। দলিয় রান ১৬০ এর সময় লিটন দাস ও উইকেট হারিয়ে ফেলেন ৭৬ রান করে। পরে সাকিব আল হাসান এর সঙ্গ দেন মুশফিক। দুই জনি দল কে সাম্নের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন জয়ের জন্য। ঠিক তখনই বাংলাদেশ দলের দলিয় রান ২২৪, তখনই মুশফিক আউট হয়ে যান।তার কিছুক্ষন পরে সাকিব আল হাসান ইঞ্জুরিতে পরে যান। যার জন্য তার বদলে মাঠে নামেন মুসাদ্দেক হোসেন। শেষে মুসাদ্দেক আউত হয়ে যান দলিয় রান যখন ২৭৮। বাংলাদেশ দল তখন আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের ঠিক কাছাকাছি অবস্থায় চলে আসে। পরে মাহমুদুল্লাহ ও সাব্বির রহমানের হাত ডরে বাংলাদেশ দল ৭ ওভার হাতে রেখেই তাদের ২৯২ রানের লক্ষ্যে পৌঁছে যায়।
বাংলাদেশ দলের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান পান লিটন দাস তিনি করেন ৭৬ রান। তামিমের ব্যাট থেকে আসে ৫৭ রান। ইঞ্জুরির পূর্ব পর্যন্ত সাকিবের ব্যাট থেকে আসে ৫০ রান। মুশফিক ও মাহমুদুল্লার ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষের দিকে মুসাদ্দেক ১৪ রান ও সাব্বির রহমান ৭ রান যোগ করে দলকে জয় এনে দেন। আয়ারল্যান্ড হয়ে ২টি উইকেট পেয়েছেন রেঙ্কিট। ১টি করে পেয়েছেন মার্ক আদাইর ও বেরি ম্যাক্কারতি।
গতকালের ম্যাচে আয়রল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট তুলে নেওয়ার ফলে আবু জাহিদকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।
আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড