ত্রিদেশীয় সিরিজ শেষ হতে না হতেই আয়ারল্যান্ড দল ব্যস্ত হয়ে পড়ে আফগানিস্থান সিরিজে। ২০১৯ বিশ্বকাপের পূর্বে আরারল্যান্ড দলের দুটি সিরিজ খেলার কথা ছিল। একটি ত্রিদেশীয় সিরিজ আর অপরটি আফগানিস্থানের সাথে সিরিজ। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড জয়ের দেখা না পেলেও, আফগানিস্থানের সাথে প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে গতকালের ম্যাচে।
গতকালের ম্যাচে আফগানিস্থানের কাছে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড দল। ব্যাটিংয়ে নেমেই আয়ারল্যান্ড দল আফগানিস্থানের বোলারদের চাপের মুখে পড়ে। ব্যাটিংয়ের শুরুতেই আয়ারল্যান্ড ওপেনার জেমস ম্যাক কালাম ও এন্ডেও বাল্ব্রিন এর উইকেট হারিয়ে বসে। পড়ে ওপেনার পাউল স্টার লিংক ও ক্যাপ্টেন উইলিয়াম পটারফিল্ড দলের হাল ধরেন। তাদের ব্যাট থেকে আসে ৯৯ রানের জুটি। মুলত এই জুটির পর আয়ারল্যান্ড দলের মুল ভরসা ছিল। এরপর আর কেও তেমন আর রান করতে পারেননি। শেষে আবশ্য কেবিন ওভ্রিন এর ব্যাট থেকে আসে ৩২ রান। দিন শেষে আয়ারল্যান্ড দল সংগ্রহ করে ১০ উইকেটে ২১০ রান।
আফগানিস্থানের হয়ে ৩টি করে উইকেট পান দাউলাত জর্ডান ও আফতাব আলম। ২টি উইকেট পান রসিদ খান ও ১টি উইকেট পান ক্যাপ্টেন নাইব।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই আফগানিস্থানে ব্যাটসম্যানরা যেন দাড়াতেই পারছিল না আয়ারল্যান্ডের বোলারদের কাছে। ম্যাচে প্রথম থেকেই আয়ারল্যান্ড দল তাদের চাপের মধ্যে রাখে। শেষে আর আফগানিস্থানের ব্যাটসম্যানরা এই চাপ আর সাম্লিয়ে উঠতে পারে নি। তাদের থামতে হয় ১৩৮ রানে।
১৩৮ রান এর সময় আফগানিস্থান তাঁদের ১০ উইকেট হারিয়ে ফেলে। আয়ারল্যান্ড হয়ে ৪টি উইকেট নেন মার্ক এডাইর। ৩টি উইকেট পান রেঙ্কিট, ২টি উইকেট পান মুরতাগ ও শেষে ১টি উইকেট পান কেভিন ওভ্রিন।
আয়ারল্যান্ড দল ৭২ রানের বিশাল জয় পায় আফগানিস্থানের বিপক্ষে। দুই ম্যাচ সিরিজে ৭২ রানে জয়ের ফলে আয়ারল্যান্ড দল ১-০ তে এগিয়ে আছে আফগানিস্থানের কাছ থেকে। আগামী ২১শে মে দুই দল ২০১৯ বিশ্বকাপের পূর্বে আবার মুখামুখি হবে। ঐ ম্যাচে আয়ারল্যান্ড নামবে সিরিজ জয়ের উদ্দেশ্যে আর আফগানিস্থান নামবে সমতায় ফিরার জন্য।
আরও সংবাদ: খেলারপাতা
বিষয়: ক্রিকেট, আফগানিস্থান, আয়ারল্যান্ড