Connect with us

ক্রিকেট

ইংল্যান্ডের ৪-০ তে সিরিজ জয়

ইংল্যান্ডের সিরিজ জয়

২০১৯ বিশ্বকাপের পূর্বে পাকিস্থান দল ইংল্যান্ড সফরে আসে পাঁচ ম্যাচ সিরিজের জন্য। সিরিজে ৪-০ জয় তে হারতে হয় পাকিস্থান দলের।

সিরিজে পাচটি ম্যাচের মধ্যে প্রথমটি অনুষ্টিত হয় নি বৃষ্টির জন্য। তবে বাকি চার ম্যাচে আর জয়ের সুভাস পায়নি পাকিস্থান দল। বাকি চার ম্যাচেই তারা হারে ইংল্যান্ডের কাছে।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ৫০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ করে ৯ উইকেটে ৩৫১ রান। ব্যাটিংয়ে প্রথমে দুই ওপেনার এর কাছ থেকে আসে ১০৫ রানের জুটি। তারা আউট হবার পর ইংল্যান্ড দলের ৮৪ রান করেন রুট আর ক্যাপ্টেন এর ব্যাট ধেকে আসে ৭৬ রান। মুলত এই জুটি দলকে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করে।

পাকিস্থান দলের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪টি উইকেট নেন শাহিন আফ্রিদি। ৩টি উইকেট নেন ইমাদ ওয়াসিম ও ১টি করে উইকেট নেন হাসাব আলী ও মুহাম্মাদ হাসনাঈন।

৩৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্থান দল প্রথমেই হুচুট খায়। ওপেনার ফাখার জামান আউট হয়ে যান ০ রানে তার কিছুক্ষন পরেই আউট হয়ে যান আরেক ওপেনার আবিদ আলী। সেই সময় দলের হাল ধরেন বাবর আজম ও ক্যাপ্টেন সারফারাজ আহমেদ। শেষে এই দুই ব্যাটসম্যান আউট হবার পরে দলের হাল আর কেও ধরতে পারেন নি। পরে পাকিস্থান দল ২৯৭ রানেই থামতে হয় ইংল্যান্ডের বিপক্ষে।

ইংল্যান্ডের বোলার ক্রিস ওয়াক্স ৫টি উইকেট পান পাকিস্থানের বিপক্ষে। ২টি উইকেট পান আদিল রসিদ ও ১টি উইকেট পান ডেবিট উইলি।

পাকিস্থান দল ২৯৭ রানে থামায় ইংল্যান্ড দল ৫৪ রানে জয় পায়। আর এই জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড ৪-০ তে সিরিজ জিতল পাকিস্থানের বিপক্ষে। ২০১৯ বিশ্বকাপের পূর্বে ইংল্যান্ড দলের এই সিরিজ জয় খুবই গুরুত্বপূর্ণ ছিল।

আরও সংবাদ: খেলার পাতা
বিষয়: ক্রিকেট, ইংল্যান্ড, পাকিস্থান

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর