Connect with us

ক্রিকেট

জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু ইংল্যান্ডের

বিশ্বকাপের প্রথম ম্যাচে সহজ জয় পেল ইংল্যান্ড

২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখামুখি হয় দক্ষিন আফ্রিকা। উক্ত ম্যাচে দক্ষিন আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ আসরের প্রথম জয় তোলে নিল ইংল্যান্ড দল।

ম্যাচের পূর্বে সবাই এটাই ধারনা করেছিল যে, ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডই এগিয়ে থাকবে দক্ষিন আফ্রিকা থেকে। ম্যাচে সবার ধারনা টাই সঠিক হল। কারন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমেই ইংল্যান্ড দলকে ভাবিয়ে তুলে দক্ষিন আফ্রিকার বোলার ইমরান তাহির। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ইংল্যান্ডের ওপেনার জনি ব্রেইস্টও কে শুন্য রানে আউট করেন। যার ফলে ম্যাচের প্রথমেই ইংল্যান্ড কিছুটা চাপে পড়ে যায়।

ওপেনার জনি ব্রেইস্টও আউট হবার পর, জেসন রয় ও জয়ই রুট দলের হাল ধরেন। ১০৬ রানের জুটি করেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু দলিয় ১০৭ ও ১১১ রানের সময় এই দুই ব্যাটসম্যান আউট হয়ে যান। তাঁদের দুই জন এক সাথে আউট হবার পর ইংল্যান্ড দল কিছুটা চাপে পরে। সেই সময় ক্যাপ্টেন মরগান ও বেন ষ্টক দলকে তাঁদের অভাব বুঝতে দেননি। তাঁদের দেখান পথেই চলেন ক্যাপ্টেন মরগান ও বেন ষ্টক। তাঁদের ব্যাট থেকে আসে আরও ১১০ রানের জুটি।

দলিয় ২১৭ রানের সময় ক্যাপ্টেন মরগান এর উইকেট তুলে নেন ইমরান তাহির। তারপর বেন ষ্টক ও দলিয় ২৪৭ রানের সময় আউট হয়ে যান। তাঁদের দুই জনের পর পরবর্তী ব্যাটসম্যানরা তেমন রান না করতে পারলেও, ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে।

দলের হয়ে সর্বোচ্চ রান করেন বেন ষ্টক। তার ব্যাট থেকে আসে ৭৯ বলে ৮৯ রানের এক দুর্দান্ত ইনিংস। ক্যাপ্টেন মরগান করেন ৬০ বলে ৫৭ রান। আর জেসন রয় ৫৪ রান ও জয়ই রুট ৫১ রান করেন। দক্ষিন আফ্রিকা হয়ে ৩টি উইকেট নেন লঙ্গই এঙ্গিডি। ২টি করে উইকেট পান ইমরান তাহির ও রাবাতা আর শেষে ১টি উইকেট পান এন্ডলি।

ইংল্যান্ডের দেওয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে দক্ষিন আফ্রিকা। প্রথম দিকে দক্ষিন আফ্রিকা ব্যাটিং ভালো শুরু করলেও শেষের দিকে এসে ইংল্যান্ডের বোলারদের চাপের মুখে পড়ে ২০৭ রানে সব কটি উইকেট হারিয়ে বসে। দক্কিন আফ্রিকা হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন কোক। পরে অবশ্য ডুসেন এর ব্যাট থেকে আসে ৫০ রান।

ঐ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন জফ্রা আরচার। তিনি ৭ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৩টি উইকেট তোলে নেন। ২টি করে উইকেট নেন প্লাঙ্কিট ও বেন ষ্টক। ১টি করে উইকেট পান মঈন আলী ও আদিল রসিদ।

ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত ইনিংসের জন্য বেন ষ্টক ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আরও সংবাদ: খেলার পাতা

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর