Connect with us

ক্রিকেট

দশ উইকেটে জয় নিউজিল্যান্ডের

জয়ের পূর্ব মুহূর্তে নিউজিল্যান্ড

বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আজ শ্রীলংকার মুখামুখি হয় নিউজিল্যান্ড। টসে জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলংকাকে। ব্যাটিংয়ে প্রথম দিকে শ্রীলংকা ভালো করলেও, শেষের দিকে তারা নিউজিল্যান্ড বোলারদের চাপের মুখে পড়ে।

গতকালের ম্যাচের পাকিস্তানের সংগ্রহ ছিল ১০৫ রান। আর আজকে শ্রীলংকা নিউজিল্যান্ডের বিপক্ষে করে ১৩৬ রান। তবে ম্যাচে প্রথম দিকে লাহিরু থিরিমেন উইকেট হারালেও শ্রীলংকা দলের ক্যাপ্টেন দীমুথ করুনারত্নে ও কুসাল পেরেরা দলের হাল দরার চেষ্টা করেন। কিন্তু তা আর বেশিক্ষন গড়ায় নি। দলিয় ৪৬ রানের সময় কুসাল পেরেরা উইকেট পড়ে যায়। তারপর শ্রীলংকা দলের ব্যাটসম্যানরা ক্যাপ্টেনের সাথে সঙ্গ দিতে পারেন নি নিউজিল্যান্ড বোলারদের চাপের মুখে পড়ে।
১৩৬ রানে শ্রীলংকা দলের সব কয়টি উইকেট পড়ে যায়।

শ্রীলংকা দলের ক্যাপ্টেন অপরাজিত থেকেছেন ৫২ রানে। লিউজিল্যান্ড দলের ৩টি করে উইকেট পান মাট হেনরি ও লকি ফেরগুসন। আর বাকি সব বোলার ১টি করে উইকেট পান।

১৩৬ রানের লক্ষ্য নিউজিল্যান্ড বোলারদের জন্য ছিল অনেক স্ফজ। তা প্রমান করলেন দলের দুই ওপেনার মারটিন গাবটিল ও কলিন মনরু। মাত্র ১৬.১ বলে তারা তাঁদের দলকে শ্রীলংকার বিপক্ষে সহজ জয় এনে দেন।

ঐ ম্যাচে মারটিন গাবটিল এর ব্যাট থেকে আসে ৫১ বলে ৭৩ রান। আর কলিন মনরু এর ব্যাট থেকে আসে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস। তাঁদের এই দুর্দান্ত ব্যাটিংয়ে লিউজিল্যান্ড ১০ উইকেটে জয় পায় শ্রীলংকার বিপক্ষে।

এবারের বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় ম্যাচ, যেখানে ৫০ ওভারের মধ্যে ম্যাচের ফলাফল পাওয়া যায়।

আরও সংবাদ: খেলার পাতা

মন্তব্য করুন

মন্তব্য

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ক্রিকেট - এর আরও খবর